বিবাহের পূর্বে যেসব পুরুষ বা নারী হস্তমৈথুন করে, তারা কি বিবাহিত জীবনে সুখী হতে পারে ?
হ্যা পারে! তবে যৌবনের সম্পদ থাকে না।
মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করলে কি স্বাস্থ্য খারাপ হয়ে যায়?
অবশ্যই হ্যা।
স্বপ্নদোষ কি স্বাস্থ্যহীনতার লক্ষণ?
না, তবে অতিরিক্ত ভালো না।
বীর্যক্ষয় করলে কি শরীর ভেঙ্গে যায় এবং মেধা কমে যায়?
অতিরিক্ত সব কিছুই ক্ষতির কারন।
যে পুরুষের লিঙ্গ ছোট, তারা কি যৌন জীবনে স্ত্রীকে সুখী করতে পারে?
হ্যা পারে। কারন যৌন সুখ আসে ভিতর থেকে।
নারীর যৌন জড়তার কারণ কি?
মানসিক কারণ প্রধান আর শারীরিক কারণ গৌণ।
পুরুষ যদি ঘন ঘন হস্তমৈথুন করে, তবে কি তার দৈহিক ও মানসিক গঠনে ব্যাঘাত সৃষ্টি হয়?
হ্যা, হয়।
এমন কিছু খাদ্য বা ওষুধ আছে কি যা খেলে দুর্দমনীয় যৌন কামনা ও রতিশক্তির অধিকারী হওয়া যায়?
না। তবে কিছু ওষুধ আছে যেমন: ভায়াগ্রা, ভিগ আরএক্স, ইডাগ্রা, কামাগ্রা ইত্যাদি। এগুলো অস্থায়ীভাবে উত্তেজনা বৃদ্ধি করে কিন্তু ক্ষতি করে স্থায়ীভাবে।
সপ্তাহে সাত দিনই যদি রতিমিলন বা সেক্স করি, তাহলে কি পুরুষের স্বাস্থ্য খারাপ হয়ে যায়? দিনে একাধিকবার সেক্স করা কি স্বাস্থ্যের পরিপন্থী?
হ্যা। তবে অত্যন্ত শক্তিমান পুরুষের ক্ষেত্রে মাঝে মাঝে এটা করা যায়।
নারীর ঋতুস্রাব বা মাসিকের সময় সেক্স করা কি বিকৃত যৌনলিপ্সা?
হ্যা।
মাসিকের সময় মিলন করলে কি গর্ভবতী হয়?
গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম থাকে।
No comments:
Post a Comment