যৌন মিলন দম্পতির অপরিহার্য বিষয়। তেমনি অপরিহার্য বিষয় হচ্ছে যৌন মিলনে সফলতা বা পরিপূর্ণ তৃপ্তি।
যথারীতি নর-নারীর মিলন সফল হয় খুব কমই। কারণ সফল দৈহিক মিলনের পূর্বশর্ত কি শুধুই পরিপূর্ণ আনন্দ ও বীর্যপাত ?
না, কখনই নয়।
অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, শতকরা ২/১ টি যৌন মিলন সফল হয়। তাহলে বাকি যৌন মিলন সফল না হবার কারণ কি থাকতে পারে? তা বলতে গেলে জানতে হবে; সফল যৌন মিলন বলতে কি বোঝায় !
সহবাস বা বীর্যপাত সব দম্পতিই করে থাকেন। স্বামী বা স্ত্রীর যৌন কামনা বাসনার তৃপ্তি কম বেশি হয়তো হয়ে থাকে। আবার স্ত্রী গর্ভবতী হয়, দম্পতি সন্তানের উৎপাদনও শুরু করে, তবুও তাদের যৌন মিলন সফল হয় না। তবে সফল সহবাস বা যৌন মিলন খুব অল্প জনের ভাগ্যেই ঘটে থাকে।
সফল যৌন মিলনের পরিচয়
যৌন মিলনে সফলতার ফলে যৌন জীবনটাই সফলতায় পরিপূর্ণ হয়ে উঠবে। যে মিলন করলে শারীরিক, মানসিক ও দৈহিক কোনও ক্ষতি হয় না। বরং কাজে-কর্মে আনন্দ ও একাগ্রতা আসে এবং সেক্সের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়; স্ত্রীর প্রতি স্বামীর আর স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ বৃদ্ধি পায়, হৃদয় ও মন প্রফুল্ল, শান্ত, স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে ওঠলে তখন তাকে সফল যৌন মিলন বা সেক্স বলে।
সফল সেক্সের ফলাফল
** শারীরিক ও মানসিক প্রশান্তির ফলে অনেক রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
** মনের শান্তি বৃদ্ধি পায়। ফলে মন যেকোন কাজের জন্য উপযোগী হয়ে থাকে এবং মনের উৎসাহ বাড়ে।
** দৈহিক ও মানসিক তৃপ্তির জন্যে কাজকর্মে একাগ্রতা ও মন সংযোগ বৃদ্ধি পায়।
** দম্পতি দ্বয়ের বিশ্বাসযোগ্যতা বেড়ে যায়। সংসার জীবন স্থায়ী হয়।
** স্বামী ও স্ত্রীতে প্রেম ভালবাসা বৃদ্ধি পায় এবং আকর্ষণও বাড়ে।
** যৌন ও দাম্পত্য জীবনে সুখের ফল্গুধারা বয়ে যায়।
** অন্য নারী বা পুরুষের প্রতি আকর্ষণ থাকে না।
@ আরও খুঁজেছেন: সফল সহবাস, যৌন মিলন । সফল সেক্স, সহবাস, sofol, রেতঃপাত, মৈথুন, সফল মৈথুনের পরিচয়, যৌন মিলন, সফল বীর্যপাত, মিলন, সফল রতিক্রিয়া, jouno milon. যৌন ক্রিয়া, সফল সঙ্গম, শারীরিক মিলন
No comments:
Post a Comment