অ-সফল সেক্স কি? বা আমরা সাধারণ যে সেক্স করি তা কতটা সফলকাম ! বা অ-সফল সেক্সের কারণ কি কি ?
উপরের প্রশ্নের উত্তর জানার অাগে সফল সেক্স কি ? তা জানা গুরুত্বপূর্ণ। সেক্স বা যৌন মিলন দম্পতির অপরিহার্য বিষয়। তেমনি অপরিহার্য বিষয় হচ্ছে যৌন মিলনে সফলতা বা পরিপূর্ণ তৃপ্তি।
সফল সেক্সের পরিচয়
সেক্স বা যৌন মিলনে সফলতার ফলে যৌন জীবনটাই সফলতায় পরিপূর্ণ হয়ে
উঠবে। যে মিলন করলে শারীরিক, মানসিক ও দৈহিক কোনও ক্ষতি হয় না। বরং কাজে-কর্মে আনন্দ ও একাগ্রতা আসে এবং সেক্সের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়; স্ত্রীর প্রতি স্বামীর আর স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ বৃদ্ধি পায়, হৃদয় ও মন প্রফুল্ল, শান্ত, স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে ওঠলে তখন তাকে সফল সেক্স বলা হয়।উপরের সফল যৌন মিলনের ধারণা থেকে বোঝা যাচ্ছে যে, যথারীতি নর-নারীর মিলন সফল হয় খুব কমই। কারণ, সফল দৈহিক মিলনের পূর্বশর্ত কি শুধুই পরিপূর্ণ আনন্দ ও বীর্যপাত ?
না, তা কখনই নয়। এটা অ-সফল যৌন মিলনের পরিচয়কেই বহন করে চলে। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, শতকরা ২/১ টি যৌন মিলন সফল হয়। আর বাকিসব যৌন মিলনই অ-সফলের পর্যায়ভুক্ত !
যৌন মিলন অ-সফল হওয়ার প্রধান কারণ হচ্ছে- পুরুষ ও নারীর উপযুক্ত মিলনের অভাব। এছাড়াও যৌন মিলন অ-সফল হওয়ার আরও কিছু কারণ দৃশ্যমান। যা আমাদের আবেগী সেক্স উত্তেজনা বা সফল সেক্স বিষয়ে ভুল ধারণা থাকার কারণে; সফল বা অ-সফল যৌন মিলনের বিষয়টা কল্পনাতেও আসে না।
অ-সফল যৌন মিলনের কারণ সমূহ
০১। যৌন মিলনের জন্য উপযুক্ত যোগ্যতা বা পূর্ব প্রস্তুতি ছাড়াই মিলনে ঝাঁপিয়ে পড়া।
০২। মিলনের আগে রমনীকে উত্তেজিত না করেই মিলন শুরু করা।
০৩। স্বামী ও স্ত্রীর পছন্দনীয় বা আরামদায়ক আসন নির্বাচন না করেই যৌন মিলনে লিপ্ত হওয়া।
০৪। স্বামী; এমনকি স্ত্রীরও উপযুক্ত যৌনশক্তি বা চাহিদার অভাব থাকা সত্বেও মিলনে উদ্যত হওয়া।
০৫। অসুস্থ থাকা অবস্থায়ও যৌন মিলনে লিপ্ত হওয়া। এতে মিলনের পূর্ণ আনন্দ হয়ই না বরং ক্ষতিই বেশি হয়।
০৬। অতিরিক্ত বা বেশি বেশি মিলনে অভ্যস্ত হওয়া। সফল মিলন বেশি প্রয়োজন হয় না; পূর্ণ সমর্থন আর দৈহিক চাহিদা থাকলে সপ্তাহে ২/১ বারই যথেষ্ট। এতে শরীর ও মন দুই ভালো থাকে; ক্ষতিও হয় না।
০৭। মিলনের জন্য স্বামী বা স্ত্রী উপযুক্ত না হলে পরিপূর্ণ মিলন কখনই সম্ভব হয় না। এটাকে স্বামী বা স্ত্রীর অযোগ্যতা হিসেবে ধরা হয়। এক্ষেত্রে অবশ্য নারীরাই এগিয়ে আছে।
০৮। শারীরিক ও মানসিক কারণ; যেমন: দুশ্চিন্তা, দূর্বলতা, ভয় প্রভৃতি অসুবিধার ফলে যৌন মিলন অ-সফল হয়ে যায়।
০৯। পরকিয়া সম্পর্ক অর্থাৎ স্বামী বা স্ত্রী গোপনে অন্য কোন নারী বা পুরুষের প্রতি আকর্ষণ বা সম্পর্ক থাকলে।
১০। অনিচ্ছা থাকা সত্বেও যৌন মিলনে লিপ্ত হলে। তাই চুড়ান্ত উত্তেজনা ছাড়া মিলন করলে তা অ-সফল মিলনে পর্যবাসিত হয়।
সফল যৌন মিলন খুব অল্প জনের ভাগ্যেই ঘটে থাকে। যৌন মিলন বা বীর্যপাত সব দম্পতিরাই করে থাকেন। স্বামী বা স্ত্রীর যৌন কামনা বাসনার তৃপ্তি কম-বেশি হয়তো হয়ে থাকে। আবার স্ত্রী গর্ভবতী হয়, দম্পতি সন্তানের উৎপাদনও শুরু করে, তবুও তারা অ-সফল যৌন মিলন সম্পর্কে অজানাই থাকে।
তাই আজকের অসফল মিলনের কারনগুলো চিহ্নিত করে; আপনাদের যৌন জীবনকে সফলকাম করুন। এর ফলে শারীরিক ও মানসিক উন্নতির পাশাপাশি দাম্পত্য জীবন হয়ে উঠবে আরও মধুময়।
সুস্থ্য যৌন চর্চা করুন! ভালো থাকুন- নিরাপদ থাকুন!
আল্লাহ হাফেজ ।।
@আরও খুঁজেছেন: অসফল সহবাস কি ? মিলন বা মৈথুনে অসফলতার কারন সমূহ... আমরা যে সহবাস করি তা কতটা সফল ? #অসফল মিলন কী ?
No comments:
Post a Comment