সেক্সে একটা কনডমই কি যথেষ্ট, নাকি দু’টো হলে সুরক্ষা জোরদার হয়? নির্দিষ্ট সঙ্গীর সঙ্গে সেক্সে কনডমের আদৌ কি প্রয়োজন আছে, নাকি সঙ্গী বদলের ক্ষেত্রেই তা দরকার পড়ে? কনডম কি এক্সাপায়ার করে, নাকি কনডম কেনার জন্য প্রাপ্তবয়স্ক হতে হয়? কনডম নিয়ে এমন হাজারো জিজ্ঞাসা ঘোরে ফেরে; কিন্তু সঠিক উত্তর অনেকের কাছেই থাকে না৷ যৌনতা ব্যাপারটাকে গোপন করতে গিয়ে যৌনতা সম্পর্কিত সবকিছুই গোপন রাখা হয়৷ তাই গোপন করায় ভুল ধারণা বাড়া ছাড়া আর কিছুই হয় না৷
ভুল ধারণার বশবর্তী না হয়ে কনডম সম্পর্কে নিম্নের প্রশ্নগুলির উত্তর অবশ্যই জেনে রাখবেনঃ
** বড়ি বা পিল খেলে কনডমের দরকার আছে কি?
* অবশ্যই আছে৷ কনডম শুধু অবাঞ্চিত প্রেগনেন্সিই আটকায় না, যৌন রোগও প্রতিরোধ করে৷ যদি সঙ্গী বা সঙ্গীনির কোনও যৌন রোগ না থাকার ব্যাপারে ১০০% নিশ্চিত থাকা যায়, তবে কনডম ব্যবহার না করলেও চলে৷ সঙ্গীনির গর্ভনিরোধক পিল খাওয়া বা না-খাওয়ার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই৷
** কনডম সেক্সের সুখানুভূতি কি কমায় ?
* এটা পুরোপুরি ভুল ধারণা৷ কোনও কোনও কনডম এমনভাবে তৈরি যা অরগ্যাজম প্রলম্বিত করে৷ ফলে দীর্ঘক্ষণ সেক্সের সময় পাওয়া যায়। সমীক্ষা করে দেখা গিয়েছে, কনডম পরা ও না-পরায় অনুভূতির কোনও হেরফের হয় না৷
** বাড়তি সুরক্ষায় কি দু’টি কনডম প্রয়োজন হয়?
এর কোনও মানে নেই৷ একটা কনডমেই যতখনি সুরক্ষা প্রয়োজন ততখানিই মেলে৷ তাই বাড়তি সুরক্ষা নিতে গিয়ে হিতে বিপরীত না করাই ভালো। কারণ একটি কনডমেই সর্বোচ্চ সুরক্ষা পাওয়া সম্ভব।
** দ্বিতীয়বার সেক্সের ক্ষেত্রে কি কনডমের প্রয়োজন আছে ?
* অনেকের ধারণা, পরপর দু’বার সেক্সের ক্ষেত্রে প্রথমবার কনডম থাকলেই হল৷ দ্বিতীয়বার তার আর কোনও প্রয়োজন নেই৷ এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং দ্বিতীয়বারই যৌনরোগ ছড়ানোর সম্ভাবনা বেশি৷ প্রেগন্যান্সির সম্ভাবনা তো একই থাকে৷
** সেক্স শুরু করে কনডম পরে নেয়া কি যথেষ্ট ?
* না যথেষ্ট নয়৷ কেননা সেক্সের মাঝামাঝি বা সেক্স শুরুর পর বীর্য নির্গত না হলেও প্রি-সেমিনাল ফ্লুইড নির্গত হয়৷ যা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের সম্ভাবনা বাড়িয়ে দেয়৷ প্রেগন্যান্সির ভয়তো আছেই।
** নির্দিষ্ট নারীর ক্ষেত্রে কনডমের প্রয়োজন নেই?
অনেকেই মনে করেন, যারা একাধিক সঙ্গী ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রেই কনডম প্রয়োজন৷ এ ধারণা ভিত্তিহীন৷ কেননা এক সঙ্গীর সঙ্গে সেক্সেও যৌন রোগের সম্ভাবনা থাকতে পারে৷ মানুষ ভাল বা মন্দের সঙ্গে রোগ ছড়ানোর কোনও সম্পর্ক কিন্তু নেই৷ তাই সুরক্ষা এক সঙ্গীর ক্ষেত্রেও যে মাত্রায় নেওয়া দরকার, একাধিক সঙ্গী বলেও তাই-ই৷
** কনডমের এক্সপায়ারি ডেট আছে কি?
* কনডম কেনার পূর্বে অবশ্যই তার এক্সপায়ারি ডেট দেখে নেয়া উচিত। যে কোনও কোম্পানির কনডমের প্যাকেটেই এই তারিখ লেখা থাকে। একটু খেয়াল করে দেখলেই হয়।
** কনডম কিনতে কি প্রাপ্তবয়স্ক হতে হয়?
* কনডম কেনার কোন বয়স নেই। কনডম কেনার জন্য প্রাপ্তবয়স্ক হতে হয় না৷ যে কোনও বয়সেই তা কেনা যায়৷
অতিরিক্ত লজ্জা ও গোপনীয়তার খাতিরে ভুল ধারণা জন্মে। যার ফলে যৌন রোগে আক্রান্ত হতে পারেন অনেকেই৷ তাই সংস্কার কাটিয়ে উপরোক্ত ব্যাপারগুলো বুঝে নেওয়া জরুরি৷
@ Condom Tips . কনডমের সঠিক ব্যবহার । কনডোম ব্যবহার, কন্ডম লাগানো, SexuallyTransmitted Infection, কন্ডোম সম্পর্কে ভুল ধারণা কাটিয়ে ফেলুন! কন্ডোম ব্যবহার,
No comments:
Post a Comment