যৌন-সু‌খে নারীর যে সমস্যাগু‌লো প্রভাব ফেলে

অাল্লাহ্ তায়ালা একমাত্র নারী জা‌তি‌কে বি‌শেষ আকর্ষণীয়তায় সৃ‌ষ্টি ক‌রে‌ছেন। পরম করুণাময় আল্লাহ রমণীগনকে শুধুমাত্র সন্তান উৎপাদ‌নের জন্য সৃ‌ষ্টি ক‌রেন‌নি। তাদের ম‌নোহ‌রিণী চেহারা, সন্তান লালন-পাল‌নের ক্ষমতা প্রভৃ‌তির সা‌থে সুন্দর একটা মায়াবতী মনও দি‌য়ে‌ছেন। যে মন দাম্পত্য জীব‌নের অপ‌রিহার্য যৌন মিলন‌কেও ছুঁ‌য়ে যায়। পুরুষ যেমন ক‌রে নারী‌কে চায়, তেম‌নি নারীও চায়  তার স‌ঙ্গী যেন তা‌কে পূর্ণতা দেয়, যৌন তৃ‌প্তি মেটায়। 

যৌন জীবনে পুরুষের তুলনায় মহিলাদের অসুখী হওয়ার হার অনেক বেশি। রমণীরা সম্পূর্ণ মুখে প্রকাশ না করলেও মনের মধ্যে ক্ষোভ নিয়ে জীবন যাপন করেন, স্বামী‌কে মুখ ফুটে

পুরুষ‌দের লিঙ্গ কার্যক্ষম করার তিন‌টি ব্যায়াম

পুরুষদের Penish বা লিঙ্গ শক্তিশালী করার অ‌বিশ্বাস্য কার্যক্ষমতা সম্পন্ন তিন‌টি ব্যায়াম নি‌য়ে আজ এই পোস্ট।
পুরুষাঙ্গের আকার লম্বা ও মোটা হওয়ার সা‌থে সা‌থে লি‌ঙ্গের কার্যক্ষমতা বাড়া‌নোর জন্য কিছু ব্যায়াম বা নিয়ম মে‌নে চল‌তে হয়। পে‌নিস মোটাতাজা করার এসব ব্যায়া‌মের ম‌ধ্যে সেরা তিনটি ব্যায়াম নি‌য়ে আ‌লোচনা কর‌বো। যা আপনার স্ত্রীর সা‌থে যৌন মিলন‌কে আনন্দময় ক‌রে তুল‌তে সাহায্য কর‌বে।

পুরুষ লি‌ঙ্গে র‌ক্তের চা‌পের প্রভা‌ব কি রকম, তার উপরে পুরুষাঙ্গ বড় হওয়া নির্ভর ক‌রে। "কর্পরা কেভার‌নোসা" নামের পাইপ সদৃশ গহ্বরটিতে কি পরিমাণ রক্ত এসে চাপ সৃষ্টি করে সেটাই

যৌনতার সুস্থ্য সমাধান শুধু এখা‌নেই ! jouno-shikkha

সেক্স ব্যায়াম , যৌন Stamina বৃদ্ধি, আমি কোন মেয়ের সাথে অবৈধ মেলামেশা নাকরে শুধু নিজে হস্তমৈথুন করি তাহলে কি সেটা ইসলামের, যোনি চোষার নিয়ম, লিংগের বির্য কি বউ খেতে পারবে? হোল চোষা, স্ত্রীর স্তন নিয়ে কি কি করা যাবে এতে সওয়াব কি । হস্তমৈথুন করার নিয়ম

লিঙ্গ বা পে‌নি‌সের সাইজ ও ছোট লিঙ্গ

এক‌টি পুরুষ লিঙ্গ বড় বা মাপসই হ‌লে নান্দনিক কিন্তু যৌন সুখ বা চা‌হিদার ক্ষে‌ত্রে লিেঙ্গর আকার কোন ব্যাপারই না।
পুরুষদের লিঙ্গ বা পে‌নি‌সের আদর্শ সাইজ গ‌ড়ে পাঁচ ও ছয় ইঞ্চির মতো হয়ে থাকে।

শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হ‌চ্ছে লিঙ্গ। যৌন চা‌হিদার যে‌হেতু শেষ নাই, তাই যৌন চা‌হিদা পূর‌ণে লি‌ঙ্গ বা পে‌নিসেরও বিকল্প নাই। সে জন্য পুরুষদের ম‌ধ্যে যা‌দের যৌন সমস্যা আ‌ছে, তারা এই লিঙ্গ নি‌য়ে বে‌শি চি‌ন্তিত থাক‌বে, এটাই স্বাভা‌বিক। কারণ তারা যৌনতা সম্প‌র্কে কাল্প‌নিক ধারণা রা‌খে।

এক‌টি অনু‌ত্তে‌জিত পে‌নি‌সের গড় দৈর্ঘ্য ৩.৬ ই‌ঞ্চি এবং ৫.২ ই‌ঞ্চি যখন পে‌নিস অনু‌ত্তে‌জিত কিন্তু প্রসা‌রিত থা‌কে। আর

অকাল বীর্যপাত ও মিলনের স্থায়ীত্ব

অকাল বীর্যপাত; যৌন আচরণ, যৌন কর্মহীনতার এক‌টি  প্রকৃত উদাহরণ। অকাল বীর্যপা‌তের ফ‌লে পুরু‌ষের যৌন আচর‌ণে এবং যৌন কর্মে প্রচন্ড রক‌মের অনীহা ‌দেখা দেয়। যার কার‌ণে দাম্পত্য জীব‌নে নে‌মে আ‌সে বিষন্নতার ঘোর অমা‌নিষা।

পাশ্চাত্যের যৌন বি‌শেষজ্ঞ জনসন অ্যান্ড জনসন,   অকাল বীর্যপাত চিকিৎসার জন্য বিশেষভাবে ডিজাইন করা প্রেসক্রিপশন ড্রাগ বিক্রি করা শুরু করেন। তি‌নি ক‌য়েকমাস পর এটার ক্লিনিকাল ট্রায়াল প্রকাশ করেন। তা‌তে দেখা যায় যে, এমন লোক (গ‌ড়ে ৩০ জ‌নের ম‌ধ্যে ২০ জন), যারা শুধুমাত্র যৌন মিলন‌কে একটি বা দুটি মিনিট স্থায়ী করার জন্য সর্বাত্বক চেষ্টা চালায়। এজন্য তারা জনস‌নের সেক্স ড্রাগ গ্রহন ক‌রে। তাদের ম‌ধ্যে যে যৌনভী‌তি ও চরম বিষন্নতা কাজ ক‌রে, তার থে‌কে কিছুটা প‌রিত্রা‌ণের জন্যই ড্রাগ গ্রহ‌নের সিদ্ধান্ত নেয়া হয় ব‌লে জানা যায়।

ত‌বে জনসন এও ব‌লেন, অনেক লোক এমন রয়েছে যারা অকাল বীর্যপা‌তে ভোগা স‌ত্তেও, তা‌দের যৌন মনোবল সম্পূর্ণ স্বাভাবিক মাত্রায় আছে। যার কার‌ণে তারা যে‌কোন ড্রাগ গ্রহন ক‌রে বা ড্রাগ গ্রহন না ক‌রেই ২\১ মি‌নি‌টেই পূর্ণ তৃ‌প্তি পে‌য়ে থা‌কে।

ডাক্তাররা এখনও সম্পূর্ণরূপে অকাল বীর্যপা‌তের কারণ সম্পর্কে স‌ন্দিহান। কেউ কেউ বলে এটা প্রধানত মানসিক সমস্যার ফল হতে পারে।
কিছু লোক রয়েছে, যারা স্বল্প স্থায়ী যৌনসুখ‌কে সঠিক হি‌সে‌বে ধরে রাখতে পারেন। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, অনেক ছেলেরা এবং সম্ভবত অধিকাংশ লোক-যারা অকাল বীর্যপাতেও স্বাভা‌বিক, তাদের যৌন মনোবল সম্পূর্ণ স্বাভাবিক মাত্রায় আছে। তাই তা‌দের কা‌ছে যৌন মিল‌নের স্থায়ীত্ব ‌বেশি গুরুত্বপূর্ণ নয়। বে‌শিরভাগ লোক যৌনমিলনের সময় প্রায় ছয় মিনিট স্থায়ী হয়,  কখনও কখনও পাঁচ মি‌নিটও হয়।

বি‌শেষজ্ঞ‌দের ম‌তে, সুস্থ্য রু‌চি সম্পন্ন মান‌ষিকতা ও সঙ্গীর সা‌থে আদর্শ সম্পর্ক থাক‌লে যৌন স্থায়ীত্ব য‌দি ২\১ মি‌নিটও হয়, ত‌বে সেটা‌তেই প‌রিপূর্ণ তৃ‌প্তি লাভ করা সম্ভব। সঙ্গীর হৃদয় ও মন জয়ের মধ্যেই প্রকৃত যৌনসুখ নি‌হিত। তাই যৌন মিল‌নে অকাল বীর্যপাত বা স্থায়ীত্ব; যৌন সুখের পূর্ণ তৃ‌প্তি পে‌তে বাধা নয়।
যৌনমিলনে যেমন় গুরুত্বপূর্ণ ভাবা হয় স্থায়ীত্ব বা দৈর্ঘ্য‌কে, কিন্তু তার চাই‌তেও বে‌শি গুরুত্বপূর্ণ হ‌চ্ছে সঙ্গী বা সহযোগীদের সন্তুষ্টি।

নয়া দিল্লির স্বাস্থ্যপ‌রি‌সেবার একজন সাইকোলজিস্ট ও সিনিয়র কনসালটেন্ট ডা: রাজীব; তি‌নি বিশ্বাস করেন, "একজন মানুষের বীর্যপাত এক মিনিট বা পাঁচ মি‌নিট স্থায়ী হতে পারে। তাঁর মতে, বিষয়টি সহজ হয়: "য‌দি আপনি যৌন মিল‌নে, সময় বা বীর্যপাত সম্পর্কে চিন্তা ক‌রে পুরো সময় ব্যয় না করেন। তাহলে অকাল বীর্যপাত ‌সেভা‌বে সেক্সকে প্রভা‌বিত ক‌রে না।"

বিশেষজ্ঞরা বল‌ছেন যে, অকাল বীর্যপাত নীরবতা‌কে সঙ্গী ক‌রে শুধুমাত্র উদ্বেগ বাড়ায়। তাই যখন আপনি বিছানায় মিল‌নের জন্য উদ্যত, তখন য‌থেষ্ট মান‌ষিক শ‌ক্তি, মান‌ষিক প্রস্তু‌তি, নেতৃত্বদান ও আপনার কর্মক্ষমতাকে প্রভাবিত করতে ‌বি‌ভিন্ন কলা‌-কৌশল উত্থাপন করুন। এই কাজগু‌লোর ব্যবহার মানসিক মাইনফিল্ড বিকাশ ঘ‌টি‌য়ে, যৌনতার ভয়‌কে জয় ক‌রে।

যৌন জীব‌নে আপনাদের উভয়ের জন্য সম্পর্ক ভাল করতে উপায় খুঁজে বের করুন। কার্যত বে‌শিরভাগ নারীই চায় বে‌শিক্ষণ মিলন কর‌তে, ত‌বে তার‌ চে‌য়ে বে‌শি চায় স্পর্শকাতর জায়গাগু‌লো‌তে বে‌শি বে‌শি স্পর্শ বা অাল‌তো মর্দন।

আ‌মে‌রিকান একটি সমীক্ষার ফলাফল দ্বারা দেখানো হয়েছে, যৌন স্থায়ী‌ত্বের প্রতি মানু‌ষের বিভিন্ন প্রত্যাশা আছে। যেমন, আমেরিকার লোকেরা বলল তারা প্রায় ১৪ মিনিট স্থায়ী হবে, কিন্তু ব্রিটিশদের ১০ মি‌নিট সময় প্রচুর ছিল এবং জার্মান বলছে সাত মি‌নি‌ট যথেষ্ট ছিল। আবার অশ্লীল একজন লোকের কল্পনানুসারে ৪৫ মিনিটের জন্য এটি হতে পারে, তবে তা বাস্তবসম্মত নয়।"

যৌন আচরণ আর্কাইভস প্রকাশিত একটি গবেষণায় জানা যায়; দম্পতিরা পুরু‌ষের অকাল বীর্যপাত সম্প‌র্কে মত দেন, তা‌দের ২৪ শতাংশ দাবি করেন অকাল বীর্যপাত তা‌দের কা‌ছে সমস্যা ম‌নে হয়, মাত্র ১০ শতাংশ তাদের সহযোগীদের অ‌ভিম‌তের সা‌থে একমত। বাকি ৬৬ শতাংশ অকাল বীর্যপাতে বিরক্ত হয় নি।

তাই নি:স‌ন্দে‌হে বলা যায় যে, অকাল বীর্যপাত যৌন মিল‌নের জন্য কোন সমস্যা বা রোগ নয়। এ‌টি হয় প্রকৃ‌তি প্রদত্ব নতুবা মান‌ষিক বিকারগ্রস্থ্যতা । ত‌বে বদঅভ্যা‌সের কার‌ণে য‌দি এটা হ‌য়ে থা‌কে সেটা ভিন্ন কথা।

দাম্পত্য জীবনে সুখস্বর্গ উপ‌ভোগ করুন

সুখ আর শা‌ন্তি ! সুখ চায়না, আল্লাহর দু‌নিয়ায় এমন নারী ও পুরুষ পাওয়া অসম্ভব। সুখ, শা‌ন্তি এদুটো ব্যাপার সবচাই‌তে বেশি প্রভা‌বিত ক‌রে বি‌য়ের পর দাম্পত্য জীব‌নে। কারণ এখান থে‌কেই পরিবা‌রের উদ্ভব ঘ‌টে। সুখী দাম্পত্য জীবন সকলেই চায়। কিন্তু চাইলেই কি সব পাওয়া যায় ? প্রায়ই যায়না। ত‌বে স‌দিচ্ছা ও বি‌শেষ কিছু গু‌নের কার‌ণে দাম্পত্য জীবনে সুখ পাওয়া সম্ভব। সুখী দাম্পত্য জীবন পেতে হলে কতগুলি নিয়ম বা শর্ত মেনে চলতে হয়। এই শর্তগুলি মানলেই জীবন হয়ে ওঠে আনন্দঘন ও

‌ নি‌ষিদ্ধ চার‌টি যৌন অাচরণ

ইসলাম ধ‌র্মে সু্স্থ্য-সুন্দর যৌন ক‌র্মে উৎসা‌হিত করা হ‌য়ে‌ছে যা মানব জীব‌নের জন্য অ‌তি কল্যানকর। অপর‌দি‌কে অকল্যানকর বা অসুস্থ্য যৌনতা‌কে নি‌ষিদ্ধ করা হ‌য়ে‌ছে, যা জীবন‌কে অন্ধকা‌রের দি‌কে নি‌য়ে যায়। কিন্তু ভাব‌তেও অবাক লা‌গে যে, কিছু অসভ্য দে‌শের অপসংস্কৃ‌তির প্রভা‌ব অার দে‌শে নৈ‌তিকতাহীনতার চর্চা ও ধর্মবিমুখতার ফ‌লে অামা‌দের প্রিয় মাতৃভূ‌মি অাজ কলু‌ষিত। বিশেষ ক‌রে যুবক-যুবতীর‌া যেভা‌বে অবাধ যৌনাচা‌রে অভ্যস্ত হ‌চ্ছে, তা‌তে এ‌দে‌শ অ‌চি‌রেই প‌তিতাল‌য়ের স্থান অর্জন কর‌বে।
প্রগ‌তিশীলতার না‌মে রাষ্ট্রীয় ও সামা‌জিকভা‌বে এখন অ‌শ্লীলতা, বেহায়াপনা, নৈতিকতাহীনতা‌ অার ধর্মীয় শিক্ষা‌ বর্জন‌কে ব্যাপকভা‌বে উৎসা‌হিত করা হ‌চ্ছে। প‌া‌রিবা‌রিকভা‌বেও এখন ধর্ম ও নৈ‌তিকতা‌র চর্চা চরম অব‌হে‌লিত। এর কুপ্রভাব কি‌শোর_‌কি‌শোরী থে‌কে শুরু ক‌রে যুবক-যুবতী ও দাম্পত্য জীব‌নে ব্যাপকহা‌রে লক্ষ করা যা‌চ্ছে। যার ফ‌লে ‌বেহায়াপনা, পরকীয়া, অবাধ যৌনাচার, হত্যা, ধর্ষণ, অশা‌ন্তি ও বিষন্নতায় বাংলা‌দেশ ভরপুর। যৌন অাচরণ, যেমন: ব্যা‌ভিচার, সমকা‌মিতা, পরকীয়া বৃ‌দ্ধি পা‌চ্ছে। এসব যৌন অাচরণ মানব জীবন এমন‌কি দাম্পত্য জীবন‌কে অকল্যা‌নের দি‌কেই নি‌য়ে যা‌চ্ছে। এজন্য ইসলামে এসব ক‌ঠোরভা‌বে নি‌ষিদ্ধ করা হ‌য়ে‌ছে।

ইসলামে চার‌টি নিষিদ্ধ যৌন অাচরণ বা সেক্সুয়াল বিহেভিয়ার,

ইসলা‌মি নিয়মনী‌তির যৌন মিলন

যৌনতা বিষয়ক ফিকহ বা ইসলামিক যৌন আইনশাস্ত্র (Islamic sexual jurisprudence) অর্থাৎ
ইসলামিক অনুশাসন দ্বারা মানুষের যৌনাচার নিয়ন্ত্রিত। এইসব অনুশাসন বহির্ভুত সকল প্রকার যৌনাচার ইসলামে নিষিদ্ধ বা হারাম। দাম্পত্য জীবনের যৌন চাহিদা ইসলাম কর্তৃক স্বীকৃত। ইসলা‌মে যৌনাচারের মূল উদ্দেশ্য বংশবৃদ্ধি এবং নারী ও পুরুষ কেবল রীতিসিদ্ধ উপায়ে বিয়ের মাধ্যমে যৌনাচারের অধিকার অর্জন করে।
ইসলাম সন্ন্যাসদশা ও কৌমার্যকে নিরুৎসাহিত করে থা‌কে এবং যে কোন সম্পর্কের ক্ষেত্রে কঠোর সতীত্ব ও শালীনতাকে উৎসাহিত করে।
হাদিস থেকে বিভিন্ন আসনে যৌন মিলন করার অনুম‌তি থাক‌লেও সহবাসের স্বাভাবিক পন্থা হলো স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। এটা খু্বই তৃপ্তিদায়ক ও উপকারী যা গর্ভধার‌ণের জন্যও প্র‌য়োজন। চি‌কিৎসা বিজ্ঞা‌নেও এটার গুরুত্ব সর্বাধিক ব‌লে প্রমা‌ণিত। প‌বিত্র আল কুরআনেও এই আসন‌কেই

যৌন জীব‌নে সুন্ন‌তে খাৎনার ভূ‌মিকা

সুন্ন‌তে খাৎনা বা মুসলমানী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে স্বাভা‌বিক একটা ব্যাপার। মুস‌লিম দে‌শের জন্য খাৎনা স্বাভা‌বিক হ‌লেও দাম্পত্য জীব‌নে জন্য এটি কার্যকর ট‌নিক হি‌সে‌বে কাজ ক‌রে। সুখী যৌন-জীব‌নে সুন্ন‌তে খাৎনা বা মুসলমানীর গুনাগুন অপরিসীম। এটা শুধুই পুরুষ‌দের জন্য কল্যানকর ; এমন নয়। খাৎনার সুফল পুরু‌ষের পাশাপা‌শি স্ত্রীরাও পে‌য়ে থা‌কে।
লিঙ্গ বা পুরুষাঙ্গের সামনে বা মাথার দিকে যে অতিরিক্ত চামড়া, যেটা লি‌ঙ্গের সংবেদনশীল মাথাকে ঢেকে রাখে সেই চামড়া কে‌টে ফেলা‌কে খাৎনা বা মুসলমানী

সহবা‌সে স্ত্রীর করণীয়

মহান রাব্বুল অালা‌মিন বিবা‌হের মাধ্য‌মে নর-নারীর যৌন সু‌খের ব্যবস্থা ক‌রে‌ছেন। তাই সুখী দাম্পত্য জীব‌নের জন্য প্রশা‌ন্তিময় যৌন মিলন অপ‌রিহার্য। প‌রিপূর্ণ অানন্দদায়ক যৌন মিলন বা শারী‌রিক সম্পর্ক স্বামী-স্ত্রী‌তে বন্ধন অটুট রা‌খতে সহায়তা ক‌রে। অার এজন্য যৌন ক্রিয়ায় স্বামীর পাশাপা‌শি স্ত্রীরও অবদান রাখা অবশ্য কর্তব্য। স্বামী যৌন মিল‌নের প্রস্তু‌তি নি‌লে, স্ত্রী য‌দি নিজ থে‌কে মিল‌নের জন্য তা‌কে সাহা‌য্য ক‌রে ত‌বেই মিল‌নে প্রশা‌ন্তি ও প‌রিপূর্ণ তৃ‌প্তি লাভ করা সম্ভব। এতে স্ত্রীর প্র‌তি স্বামীর মায়া বৃ‌দ্ধি পায় ও অনুগত থা‌কে। তাই শারী‌রিক সম্প‌র্কের সময়, অা‌গে ও প‌রে স্ত্রীর কিছু যৌন ক্রিয়া বা জ্ঞান থাকা জরুরী। যা পে‌তে নি‌চের অা‌লোচনা য‌থেষ্ট সহায়ক হ‌বে।

মিলনের জন্য পূর্ব

মে‌য়ে‌দের স্ত‌নের বোটা দে‌বে যাওয়া

‌ নারী‌দের স্পর্শকাতর জায়গাগু‌লোর ম‌ধ্যে যে সমস্ত রোগ দেখা যায়, তার ম‌ধ্যে স্ত‌নের বোটা ভিত‌রে ঢু‌কে যাওয়া অন্যতম । য‌দিও এটি কি‌শোরী বয়‌সে হ‌তে পা‌রে, কিন্তু খুব বে‌শি হ‌লে বা সন্তান‌কে দুগ্ধদা‌নের সময় অথবা প‌রিণত বয়‌সে দেখা দি‌লে অবশ্যই চি‌কিৎস‌কের স্মরণাপন্ন হ‌তে হ‌বে । যে কোন রো‌গের ম‌তোই এটিও প্রাথ‌মিক অবস্থার চি‌কিৎসায় দ্রুত ভা‌লো হয় ।

বয়োসন্ধিতে স্তনের পরিপূর্ণতা ও বৃদ্ধির সময় অনেক মেয়ের

পরকীয়া কেমন সম্পর্ক

পরকীয়া মূলত এক‌টি সম্পর্ক যা অ‌বৈধ ব‌লেই স্বীকৃত । প্রধানত এটা ঘ‌টে থা‌কে বিবা‌হিত পুরুষ বা ম‌হিলার মাধ্য‌মে । যখন কোন বিবা‌হিত পুরুষ বা ম‌হিলা নি‌জের স্বামী বা স্ত্রী‌কে লু‌কি‌য়ে অন্য কোন পুরুষ বা ম‌হিলার স‌া‌থে ঘ‌নিষ্ঠ সম্প‌র্কে জ‌ড়ি‌য়ে প‌ড়ে তখনই পরকীয়া নামক সম্প‌র্কের সৃ‌ষ্টি হয় ।
বিশ্বের বি‌ভিন্ন দেশে পরকীয়ার চিত্রটা আসলে কেমন? বাংলা‌দে‌শে পরকীয়ার প্রেক্ষাপট কতটা অা‌লো‌ড়িত বা এ ধরনের ঘটনা কতটা স্বাভাবিক? পরকীয়ায় জড়িয়ে পড়েন কারা বেশি – নারী না পুরুষ?
গবেষণা জানান দেয় পশ্চিমা বিশ্বে স্বামীরাই স্ত্রীদের থে‌কে পরকীয়ায় বেশি এ‌গি‌য়ে। ত‌বে বি‌ভিন্ন কার‌ণে বাংলা‌দে‌শে পরকীয়ার চিত্র একেবা‌রেই ভিন্ন ।
স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশ্বাসহীনতার বৈজ্ঞানিক পরিমাপ করা

পক্স বা বসন্ত রো‌গ নিরাম‌য়ের উপায়

বসন্ত ঋতুই নয়, বসন্ত একটা রোগেরও নাম। বস‌ন্তের বাতা‌সে মন উৎফুল্ল থাক‌লেও; বসন্ত রো‌গে মন ব্যাথায় ব্যাকুল হ‌য়ে ও‌ঠে। একসময় এই সংক্রামক রোগ‌টির চি‌কিৎসা ছিল দুষ্কর । আধুনিককালে এসে প্রতিষেধক টিকায় এই রোগের প্রকোপ কমেছে। চি‌কিৎসা বিষয়েও সচেতন হয়েছে মানুষ। তাই বসন্ত রোগ এবং এ রোগে করণীয় সম্পর্কে অাজ‌কের বিস্তা‌রিত অা‌লোচনা অাপনার কা‌জে লাগ‌বেই।

বসন্ত বা পক্স রো‌গের ধরণ :
"‌চি‌কেন পক্স" বা জলবসন্ত এবং "স্মল পক্স" বা গুটিবসন্ত ; বসন্ত রোগের এই দুটি ধরনেরই

ইসলা‌মে যৌন মিল‌নের দিক‌নি‌র্দেশনা

অাল্লাহ তায়ালা মানু‌ষকে তীব্র যৌনাকাঙ্খার সেরা নেয়ামত দান ক‌রে‌ছেন । মানুষ যেমন সৃ‌ষ্টির সেরা জীব ; তেম‌নি মানু‌ষের ম‌ধ্যে সেরা অানন্দ বা সুখ হ‌চেছ যৌন মিলনসহবাস বা যৌন মিল‌নের স্বাভাবিক পন্থা হলো, স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক পন্থা পরিলক্ষতি হয়। 

প‌বিত্র কুরআনে বলা হ‌য়ে‌ছে যে,
“যখন স্বামী -স্ত্রীকে ঢেকে ফেললো তখন স্ত্রীর ক্ষীণ গর্ভ সঞ্চার হয়ে গেলো।”
স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপ‌রে থাকবে তখনই

শারী‌রিক সম্প‌র্কের বি‌শেষ গুন

মহান রাব্বুল অালা‌মিনের বি‌শেষ একটি নিয়ামত হ‌চেছ বৈধ সঙ্গম । যা একমাত্র স্বামী-স্ত্রীর ম‌ধ্যে দুজ‌নের অনুম‌তি সা‌পে‌ক্ষে হ‌য়ে থা‌কে । নিয়মিত সঙ্গম বা যৌন মিলন মানসিক শান্তির সঙ্গে ক্লান্তি কাটিয়ে দেবে, ক্যালরি কমাবে, আরামের ঘুম উপহার দেবে, শরীরকে করে তুলবে সুস্থ, সুন্দর ও ফুরফ‌ু‌রে।

স্বামী-স্ত্রীর ম‌ধ্যে নিয়মিত যৌন মিল‌নে অ‌নেক উপকারিতা র‌য়ে‌ছে :
সপ্তাহে দু`দিন যৌন

Jouno Seba


TAG POST:
Jouno Seba  যৌন সেবা
www.jounoseba.com

গর্ভবতী হওয়ার প্রধান ১০টি লক্ষণ

আপনি কি গর্ভবতী ?
আপনার এক বা দুই সপ্তাহের মধ্যে কিছু উপসর্গ দেখা যেতে পারে, যা দ্বারা বুঝ‌বেন অাপ‌নি গর্ভবতী কি না। প্রকৃতপক্ষে, প্রতি ১০ জন মহিলার মধ্যে ৭ জনের তাদের গর্ভাবস্থার ছয় সপ্তাহের মধ্যে এর উপসর্গ দেখা যায়।

যদি আপনি নীচে উল্লেখিত কিছু উপসর্গ নিজের মধ্যে দেখতে শুরু করেন—যদিও সব মহিলার মধ্যে এর সব দেখা নাও যেতে পারে—এবং আপনি অবাক হচ্ছেন যে আপনার পিরিয়ড কেন শুরু হয়নি, তবে আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা খুব বেশী। একটি হোম প্রেগনেন্সি টেস্ট করে আপনি এর সত্যতা সম্পর্কে

মে‌য়ে‌দের যৌনা‌ঙ্গে বীর্য থে‌কে বাচ্চা প্রস‌ঙ্গে

অ‌নেক মানু‌ষেরই ধারণা যে, যো‌নির ভিত‌রে পুরুষ বীর্য অাট‌কে না থে‌কে বে‌ড়ি‌য়ে যায়, এতে বাচ্চা হওয়ার সম্ভাবনাতো নাই ! অাস‌লে ধারণার ব্যাপার‌টি ভুল ।
মেয়েদের যোনির ভিতরে পুরুষের সম্পূর্ণ বীর্য থাকবে না এটাই স্বাভাবিক। কারণ যোনীর অভ্যন্তর সমান জায়গা নয় বরং এটি একটি নিম্নগামী পথ। এবং সেখানে বীর্য অবস্থা‌নের মতো জায়গা নেই। 

সন্তান হবার জন্য অ‌ধিক বীর্য প্রয়োজন নেই। একফোঁটা বীর্যও যদি নারীর যোনির ভিতরে রয়ে যায় তাহলে এটার দ্বারাই সন্তান হয়ে যাবে। কেনোনা পুরুষের একফোঁটা বীর্য তে