স্তন ক্যান্সার-‌চিত্রসহ বর্ণনা _ Breast Cancer

স্তন ক্যান্সার কি মরণব্যা‌ধি অন্যান্য ক্যান্সা‌রের ম‌তো ?
উত্তর একটাই 'না' । কারণ, স‌চেতনতা স্তন ক্যান্সা‌রের জম ।

যৌন শক্তি বৃদ্ধিকারী খাদ্য

= হযরত আবু হুরায়রা‌ (রা:) থেকে‌ি‌ি বর্ণিত যে, রাসূল (সঃ) একদিন হযরত জিব্রাইল (আঃ) এর কাছে নিজের যৌনশক্তির অভিযোগ করলে জিব্রাইল (আঃ) বললেন, আপনিহারীসাভক্ষণ করুন। কারণ, এতে চল্লিশজন পুরুষের শক্তি রয়েছে। তিব্বে নববী 

= কোন কোন বর্ণনায় আছে যে, হযরত আয়েশা (রা:) কর্তৃক বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) হাসীস খুব পছন্দ করতেন। হাসীসতিনটি উপাদানে তৈরী হয়। খেজুর , মাখন ও জমাট দধি। এ খাদ্য দ্বারা শরীর শক্তিশালী হয় এবং রতি শক্তি বাড়ে। যায়তুন তেল খাওয়া ও মালিশ করা, তিল ও খেজুর একত্রে ব্যবহার করা কালোজিরা এবং লুবিয়াও যৌন শক্তি বর্ধক। কালোজিরা এবং রসুনও যৌনশক্তি বৃদ্ধি করে।

 = উলামায়ে কেরাম লিখেছেন যে, হযরত আলী (রা:) এর তখন চোখে ব্যাথা ছিলো আর চোখে ব্যাথা অবস্থায় খেজুর খাওয়া ক্ষতিকর। এ কারনে রাসূল (সঃ) হযরত আলী (রা:) কে খেজুর খেতে বারন করেন। আর বীট লবন সম্পর্কে বলেছেন এটা খাও, এটা তোমার জন্য উপকারী এবং তোমার অক্ষমতা দূর করে দেবে।
হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, খাদ্যে সাবধানতা অবলম্বন করে চলা সুন্নত। আর এটাও বুঝা গেল যে, বিটচিনি খেলে দুর্বলতা দূর হয় এবং রতি শক্তিতে স্পন্দন সৃষ্টি হয়। -তিব্বে নববী

= আবু নাঈম কিতাবুততীব গ্রন্থে লিখেছেন, মাখনের সাথে খেজুর মিলিয়ে খাওয়া রাসূল (সাঃ)এর কাছে খুবই প্রিয় ছিল। আলেমগণ লিখেছেন, মাখনের সাথে খেজুর মিলিয়ে খেলে যৌনশক্তি বৃদ্ধি পায়, শরীরে গঠন বাড়ে ও কন্ঠস্বর পরিস্কার হয়। মাখন ও  মধু একত্রে মিশ্রণ করে খেলে Pleurisy তথা বক্ষাবরক ঝিল্লি প্রদাহ রোগের উপকার হয় এবং শরীর মোটা করে-তিব্বে নববী

= মাযাকুল আরেফীনে হাদীসটি উল্লেখ করে টিকায় লিখা হয়েছে যে, হারীসা ভাঙ্গা গম, গোশত, ঘি ও মসলা যোগে পাক করা হয়।

= ইমাম গাযযালী (রহঃ) এহইয়াউল উলুমে লিখেছেন যে, চারটি বস্তু যৌনশক্তি বৃদ্ধি করে।
১। চড়ই পাখি (ইউনানী শাস্ত্রের গৌরবময় হালুয়া লুবূহনকারীরে চড়ই পাখির মগজ যোগ করা হয়)।
২। ত্রিফলা (হরিতকী, আমলকী ও বহেড়া) ।
৩। পেস্তা।
৪। তাজা শাক-সব্জি।

= আবু নাঈম ইবনে আবদুল্ল­।হ জাফর কর্তৃক বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, সীনার গোশত্ অন্য সব গোশত্ হতে উত্তম হয়ে থাকে। 

আলেমগন লিখেছেন যে, এর রহস্য হলো, এই গোশতে যৌন শক্তি বৃদ্ধি পায়। -তিব্বে নববী।

= হযরত আলী (রা:) বলেন, এক ব্যক্তি রাসূল (সঃ) এর কাছে এসে অভিযোগ করল যে, আমার ঘরে সন্তানাদি হয় না। একথা শুনে রাসূল (সঃ) তাকে ব্যবস্থা দিলেন যে, তুমি ডিম খেতে থাক।

= তিরমিযী শরীফ ও অন্যান্য হাদীস গ্রন্থে উম্মে মুনযির (রা:) থেকে বর্ণিত আছে যে, একবার তিনি নবী কারীম (সঃ) এর সামনে কিছু খেজুর ও বীটচিনি পেশ করেন। রাসূল (সঃ) উপস্থিত হযরত আলী (রা:) কে খেজুর খেতে নিষেধ করেন আর বিটচিনি সম্পর্কে বললেন যে, এর থেকে খাও। এটা তোমার জন্য উপকারী।

= হযরত হুযায়ল বিন হাকাম বলেন, রাসূল (সঃ) বলেছেন, দেহের লোম তাড়াতাড়ি দূর করলে যৌনশক্তি বৃদ্ধি পায়। -তিব্বে নববী।

এই হাদীসে বর্নিত লোম দ্বারা নাভির নীচের অবস্থিত লোমকে বোঝানো হয়েছে। আর দাড়ি কাটার বিফল হলো যৌনশক্তি লোপ পাওয়া বা কমে যাওয়া।

 

অন্যান্য পোষ্ট...

পুরুষের যৌন দূর্বলতা বা লিঙ্গোত্থানে সমস্যা

কালোজিরা সর্ব রোগের মহৌষধ

হস্তমৈথুনের অপকারিতা   হস্তমৈথুন: অপকার না উপকার

যৌনচার বিষয়ে ইসলাম


সার্চ সম্পর্কিত: যৌন‌ শক্তি বৃদ্ধিকারী খাদ্য, sex power, জেনে নিন কিছু যৌন শক্তি বৃদ্ধিকারী খাদ্য, যৌন, যৌ‌ন শক্তি, উপায়, sex food

হায়েজ-নেফাছ কালীন সহবাস


মহান রাব্বুল আল-আমিন নারী-পুরুষের মাঝে পারস্পরিক মিলনের মাধ্যমে আত্মতৃপ্তি ও আত্ম প্রশান্তি লাভের যে কামনা ও চাহিদা অংকুরিত করে রেখেছেন তা মিটানোর জন্য ইসলাম মানুষকে বিধি-নিষেধের বাইরে; প্রবৃত্তি ও অবাধ যৌনাচারের হাতে ছেড়ে দেইনিবরং এই চাহিদা পূরণের জন্য ইসলাম মানুষকে বাতলে দিয়েছে বিবাহেরমত এক সুনির্দিষ্ট পন্থা। এ কারণেই বিবাহ আল্লাহর নবীর এক গুরত্বপূর্ণ সুন্নত এবং হাদীসের ভাষ্য অনুসারে ঈমানের নিসাফবা অর্ধেক। কেননা বিবাহের মাধ্যমে একদিকে যেমন মানুষ বেঁচে থাকতে পারে ব্যভিচার ও শরীয়ত বর্জিত কার্যকলাপ থেকে, অপরদিকে বিয়ে করলে সুস্থ থাকে মানুষের দেহ ও আত্মা। সুখ-শান্তি ও তৃপ্তিতে ভরে যায় জীবন। সৃষ্টি হয় দুটি অপরিচিত মানুষের ভেতর পারস্পরিক প্রেম, ভালোবাসা ও

Jouno Seba - প্রাকৃ‌তিক যৌন সেবা

TAG POST:
JounoSeba যৌন সেবা

যৌন সমস্যায় প্রাকৃ‌তিক সেবা

Jouno Seba   dot com




www.jounoseba.com ইসলামে কত বছরের মেয়ের সাথে মিলনের নিয়ম; ইসলামে কোন দিক দিয়ে মিলন করা নিশেদ; ইসলামে গোপনাঙ্গের লোম; ইসলামে মায়ের সাথে সহবাস; ইসলামে সেক্স বিষয়ে প্রশ্ন; ইসলামের দৃষ্টিতে বউয়ের সাথে মিলনের পিকচার; ইসলামের দৃষ্টিতে বৌকে মা বলা যায়;? ইসলামের দৃষ্টিতে যৌনতা; 

Jouno Seba - প্রাকৃ‌তিক যৌন সেবা

TAG POST:
JounoSeba যৌন সেবা

যৌন সমস্যায় প্রাকৃ‌তিক সেবা

Jouno Seba   dot com




www.jounoseba.com ইসলামে কত বছরের মেয়ের সাথে মিলনের নিয়ম; ইসলামে কোন দিক দিয়ে মিলন করা নিশেদ; ইসলামে গোপনাঙ্গের লোম; ইসলামে মায়ের সাথে সহবাস; ইসলামে সেক্স বিষয়ে প্রশ্ন; ইসলামের দৃষ্টিতে বউয়ের সাথে মিলনের পিকচার; ইসলামের দৃষ্টিতে বৌকে মা বলা যায়;? ইসলামের দৃষ্টিতে যৌনতা; 

পুরুষের যৌন দূর্বলতা বা লিঙ্গোত্থানে সমস্যা

যৌন দূর্বলতা নারী বা পুরুষ উভয়ে কাছেই একটি অশান্তির নাম। পরিণত বয়সের নারী-পুরুষ অনেকের কাছে যৌন দূর্বলতা সমস্যা অনেক সময় প্রকট হয়ে উঠে, যার কারণে অনেক সময়ই দম্পতি মানসিক অশান্তিতে ভোগেন অনেক অবিবাহিত এমনকি যৌন ক্রিয়ায় অংশ গ্রহন করেনি এমন অনেকেও কিন্ত এই সমস্যা নিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হন আসলে আমাদের সমাজে অধিকাংশ মানুষেরই বিষয়ে সংকোচ বেশি থাকার কারণে প্রকৃত তথ্য থেকে অনেকে বঞ্চিত হন, তেমনি অনেক অপসংস্কার বা কুসংস্কার এই দূর্বলতার কারণে সমাজে বাসা বেধে আছে
 
যৌন কাজে পুরুষের ভুমিকা প্রধান হলেও যৌন দূর্বলতায় নারী বা পুরুষ উভয়েই আক্রান্ত হতে

কালোজিরা সর্ব রোগের মহৌষধ



বিসমিল্লাহির রাহমানির রাহিম।

কালোজিরা হচ্ছে মৃত্যু ছাড়া সর্ব রোগের মহৌষধ

কালোজিরাকে ফার্সীতে শোনিজ, আরবীতে হাব্বাতুস সাওদা এবং ইংরেজীতে ব্লাক কিউমিন (Black-Cumin) বলা হয়। যার চারাগাছগুলি দেখতে অনেকটা ছোঁপ (গুয়ামুরী) -এর চারাগাছ সদৃশ। ডাল-পালা চিকন চিকন, ফলগুলি লম্বাটে কালো এবং শ্বাষ সাদা বর্ণ হয়। কালোজিরা সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানী অবিস্মরণীয়ঃ হযরত আবূ সালামাহ (রাযিঃ) হযরত আবূ হুরাইরা (রাযিঃ) থেকে বর্ণনা করেনঃ “তোমরা এই কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র সামব্যতীত সর্বরোগের শেফা (আরোগ্য) রয়েছে। হাদীসে উলে­খিত সামএর আর্থ মৃত্যু”  -বুখারী ও মুসলিম

.
বিস্ময়াভিভুত ইউনানী মতের অভিজ্ঞ চিকিতসকগণ নবীয়ে উম্মী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীর সত্যতার স্বাক্ষ্য এভাবে দিয়েছেন যে, “কালোজিরা ঠান্ডা জাতীয় ব্যাধি-সর্দি, কফ, কাশি ইত্যাদির

হস্তমৈথুনের অপকারিতা



বিস-মিল্লাহির রহমানির রহীম
হস্তমৈথুন: অপকার না উপকার
 
পোস্টটির প্রথম অংশে পুরুষদের সম্পর্কে এবং শেষ অংশে নারীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে।

হস্তমৈথুন (Masturbation) বা স্বমেহন বর্তমানে একটি বড় সমস্যা। ইসলামের দৃষ্টিতে এটা হারাম এবং কবীরা গুনাহ। শরীয়ত অনুযায়ী যারা হস্তমৈথুন করে তারা সীমালংগনকারী।
হস্তমৈথুনের কারণে দুই ধরনের সমস্যা হয়---
(১) মানসিক সমস্যা 
() শারীরিক সমস্যা।

পুরুষ হস্তমৈথুন করলে প্রধান যে্সব সমস্যায় ভুগতে পারে তার মধ্যে

যৌনাচার বিষয়ে ইসলাম


যৌনাচার বিষয়ে ইসলাম বলতে সেইসব ইসলামিক অনুশাসন বোঝায় যেগুলো দ্বারা মানু্ষের যৌনাচার নিয়ন্ত্রিত হবে। এইসব অনুশাসন বহির্ভুত সকল প্রকার যৌনাচার ইসলামী মতে নিষিদ্ধ বা হারাম। মানব জীবনের যৌন চাহিদা ইসলাম কর্তৃক স্বীকৃত কিন্তু যৌনাচারের পন্থা সম্পর্কে রয়েছে অনুশাসন। 

মানুষের বিবিধ যৌনাচার অনুমোদনযোগ্য কি-না তা দুটি বিষয় থেকে অনুমানযোগ্য। প্রথমত: যৌনাচারের মূল উদ্দেশ্য বংশবৃদ্ধি এবং দ্বিতীয়ত: নারী ও পুরুষ কেবল রীতিসিদ্ধ উপায়ে বিয়ের মাধ্যমে যৌনাচারের প্রাধিকার অর্জন করে।