সহবা‌সের নিয়ম বা ইসলা‌মিক আদব

স্বামী স্ত্রী‌তে শারী‌রিক মিলন বা সহবা‌সের প‌রিপূর্ণ ও সুস্থ্য প্রশা‌ন্তির বড় নিয়ামক হ‌চ্ছে বোঝাপড়া বা দুই ম‌নের আত্বীকরণ। আর এটা আ‌সে কোরআন ও হা‌দি‌সের প্র‌তি আনুগত্যশীলতা এবং ইসলামী নিয়ম কানুন মে‌নে চলার মধ্য দি‌য়ে। ধর্মীয় আদ‌বের স‌হিত তথা কিছু নিয়ম মে‌নে সেক্স করার ম‌ধ্যে মানব কল্যাণ নিহিত। আর এই নিয়‌মের ব্যাত্যয় ঘট‌লে দাম্পত্য জীব‌নে নে‌মে আ‌সে নানান জ‌টিল সমস্যা। তাই যৌন জীব‌নকে সুখীময়তায় ভ‌রি‌য়ে দি‌তে সহবাসের জরুরী কিছু নিয়ম- রী‌তি নি‌চে উ‌ল্লেখ করা হ‌লোঃ

** অন্যান্য সম‌য়ের ম‌তো সহবা‌সের সময়ও স্বামী-স্ত্রী উভয়ই পাক পবিত্র থাকবে। প্র‌য়োজ‌নে ওযু ক‌রে সহবা‌সের কার্যক্রম শুরু কর‌তে হ‌বে।
** "বিসমিল্লাহ" বলে সহবাস শুরু করা মুস্তাহাব। ভুলে গেলে যদি বীর্যপাতের আ‌গে ম‌নে হয় তাহলে তখনই পড়ে নিতে হবে।
** সহবা‌সের দোয়া প‌ড়ে তারপর সহবাস শুরু কর‌তে হ‌বে। ভুলে গেলে, যখন স্মরণ হবে তখন মনে মনে পড়ে নিতে হবে। কেননা দোয়া‌ বিহীন সহবাসে সন্তান জন্ম নি‌লে, সেই সন্তান শয়তান দ্বারা প্রভাবিত হয়।
** সুস্থ্য ও সুন্দর, শরীর ও মান‌সিকতার মাধ্য‌মে সহবা‌সে লিপ্ত হওয়া।
** সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করতে হ‌বে। সুগ‌ন্ধি ব্যবহা‌রে সহবা‌সের সুখ বৃ‌দ্ধি পায়। যা আল্লাহর রাসুলের সুন্নত।
** দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করতে হ‌বে। সুগ‌ন্ধি য‌দি অস‌হ্যের কারণ হয় ত‌বে সুগ‌ন্ধিও প‌রিত্যাগ করা উ‌চিত। এছাড়াও সবধর‌নের নেশা থে‌কে মুক্ত থাক‌তে হ‌বে। ধূমপান, এল‌কোহল, জর্দ্দা, তামাক কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়। আর এতে কামভাব কমে যায়। আগ্রহের স্থান দখল করে নেয় বিতৃষ্ণা।
** পায়ুপ‌থে কখনই সহবাস করা যা‌বে না।
** ভুল ক‌রেও কেবলামুখি হয়ে সহবাস করা যা‌বে না।
** সহবা‌সের সময় একেবারে উলঙ্গ না হওয়াই ভা‌লো।
** সহবা‌সে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার আ‌গেই আলাদা হওয়া যা‌বে না।
** স্ত্রীর হায়েজ-নেফাসের (ঋতুকালীন) সময় সহবাস করা সম্পূর্ণ নি‌ষিদ্ধ। এ সম‌য়ের সহবা‌সের ফ‌লে জ‌টিল সব রো‌গের পাশাপা‌শি হিজড়া সন্তান হওয়ার সম্ভাবনা বে‌শি থা‌কে।
** চন্দ্র মাসের প্রথম এবং পনের তারিখ রাতে মিলিত না হওয়া।
** স্ত্রীর জরায়ু বা যৌনাঙ্গর দিকে তা‌কিয়ে সহবাস না করা।
** রোজা রাখা অবস্থায় সহবাস করা যা‌বে না।
** বিদেশে বা সফরে যাওয়ার আগের রাতে সহবাস থে‌কে বিরত থাকা।
** সহবাসের সময় বেশি কথা না বলা।
** জোহরের নামাজের পরে সহবাস না করা।
** ভরা পেটে অথবা খা‌লি পে‌টে সহবাস না করা।
** সন্তান প্রস‌বের চ‌ল্লিশ দি‌নের ম‌ধ্যে সহবা‌সে মি‌লিত না হওয়া।
** উল্টাভাবে স্ত্রী সহবাস না করা।
** স্বপ্নদোষের পর গোসল না করে সহবাস না করা।

@ যৌন মিলন, ইসলাম, সেক্স, সঙ্গম, মিলন, স্ত্রী সহবাস,

No comments:

Post a Comment