পুরুষের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে কি পার্শ্বপ্রতিক্রিয়া হয়?

বাজারে নারী ও পুরুষ উভয়ের জন্য বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির প্রচলন রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে নারীদেরই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে দেখা যায়। অনেকে ভাবেন, পুরুষরা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করলে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া মুখোমুখি হতে পারেন। তাই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ থেকে বিরত থাকেন অনেক পুরুষ। আসলে বিষয়টি কী?
এ বিষয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করিম কাজল বলেন, ‘নারীর পাশাপাশি পুরুষের জন্যও নানা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে। পুরুষের জন্য স্বল্পমেয়াদে পদ্ধতির মধ্যে রয়েছে কনডম এবং দীর্ঘমেয়াদে পদ্ধতির ক্ষেত্রে রয়েছে ভ্যাসেকটমি। পুরুষের শুক্রকীটবাহী নালি কেটে দেওয়াকে ভ্যাসেকটোমি বলা হয়। এ বিষয়টি মাত্র পাঁচ মিনিটে করা সম্ভব।’
পুরুষরা স্বল্প মেয়াদে পদ্ধতি গ্রহণ করতে চাইলেও দীর্ঘমেয়াদে পদ্ধতি গ্রহণে কম আগ্রহ দেখান জানিয়ে ডা. রেজাউল করিম কাজল বলেন, ‘অনেকে ভাবেন, এসব পদ্ধতি গ্রহণে স্বাভাবিক কার্যক্রম বা যৌনমিলের আকাঙ্ক্ষা কমে যায়। তবে এসব পদ্ধতি গ্রহণে সাধারণত স্বাভাবিক কাজকর্ম, যৌনমিলন বা যৌন আকাঙ্ক্ষার কোনো পরিবর্তন হয় না।’
এসব পদ্ধতির সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই জানিয়ে কাজল বলেন, ‘তাই নারীদের মতো পুরুষরাও স্বাভাবিকভাবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে পারে।’ এসব বিষয়ে ভুল ধারণা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন তিনি।

No comments:

Post a Comment