প্রথম সহবাস করার সময় কি কি করবেন না জানেন?
প্রথম বার সহবাস করবেন? অথচ তার আগে ভয়ে সিঁটিয়ে রয়েছেন, লাগবে না তো? আচ্ছা তাহলে বলি, দুনিয়াতে আপনিই কি প্রথম মহিলা যিনি সহবাস করছেন? তাহলে অযথা ভয় পেয়ে প্রেমের ওই অসাধারণ মুহূর্তগুলোকে ঘেঁটে ঘ করে দেওয়ার কোনও মানে হয় না৷ প্রথমবার সহবাস করার আগে কী কী করবেন তা নিয়ে তো প্রচুর গবেষণা করেছেন, কিন্তু কী কী করতে হবে না, তা কখনও ভেবে দেখেছেন কি? উত্তরটা না৷
মেয়েদের জন্য
তাহলে প্রথমেই ভাবুন সেক্সে ব্যথা লাগার ভয়টা নিয়ে৷ কিন্তু মনে রাখবেন ঠিকঠাক সহবাসে ব্যথা লাগার সম্ভাবনা প্রায় নেই-ই৷ পুরোটাই আমাদের মনের ভুল, অতিরিক্ত টেনশন থেকেই আমাদের মনে হয় ওই বুঝি লেগে গেল৷ দেশের খ্যাতনামা সেক্সোলজিস্টদের মতে, একটা টিটেনাস নিতে নাকি প্রথম সহবাসের চেয়ে বেশি ব্যথা লাগে৷ তাঁদের মতে, যত বেশি ভয় পেয়ে মহিলারা কুঁকড়ে যাবেন, ততই পেশি স্টিফ হয়ে ব্যথা বেশি লাগবে৷ কারণ তখন পার্টনারেরও পেনিট্রেশনে সমস্যা হবে৷ তাই নিজেকে রাখুন চাপমুক্ত৷ প্রয়োজনে করতে হতে পারে আধঘণ্টারও বেশি সময় ধরে ফোর প্লে৷
অনেকেরই প্রথম সহবাসের পর পর কয়েকদিন একটা ক্ষীণ ব্যথার অনুভূতি থাকে৷ তা নিয়ে অযথা উত্তেজিত হওয়ার কোনও কারণ নেই৷ প্রথম প্রথম ব্যয়াম করলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে কয়েকদিন ব্যথা থাকে, কারণ পেশিগুলো রিল্যাক্সড হওয়ার সময় নেয়৷ ভ্যাজাইনার মাসলের ক্ষেত্রেও এই একই থিয়োরি কার্যকর৷
পুরুষদের জন্য
তবে এক্ষেত্রে পুরো দায়টাই শুধু মহিলাদের নয়৷ সঙ্গী পুরুষ পার্টনারটিকেও বুঝতে হবে প্রথম সহবাসেই সবসময় বাজিমাত না-ও হতে পারে৷ আর মেয়েদের যোনিপথের আভ্যন্তরীণ গঠন যেমন জটিল তেমনই সেনসিটিভ৷ তাই শুরুতেই চাপ প্রয়োগ না করাই ভালো৷ আস্তে আস্তে সঙ্গীর বিশ্বাস অর্জনের চেষ্টা করুন৷ সহবাসে আপনা থেকেই চলে আসবে স্বাভাবিক ছন্দ৷ অনেকেই আবার (বিশেষত মহিলারা) ভোগের ড্রাইনেসের সমস্যাতে৷ সেক্ষেত্রে যদি পুরুষরা বেশি জোরাজুরি করেন, তাহলে আখেরে তাদেরই ব্যথা লাগার সম্ভাবনা থাকে৷ তাই এরকম পরিস্থিতি তৈরি হলে সেদিনকার মতো ব্যাপারটার সেখানেই ইতি টানুন৷
No comments:
Post a Comment