মে‌য়ে‌দের যৌনা‌ঙ্গে বীর্য থে‌কে বাচ্চা প্রস‌ঙ্গে

অ‌নেক মানু‌ষেরই ধারণা যে, যো‌নির ভিত‌রে পুরুষ বীর্য অাট‌কে না থে‌কে বে‌ড়ি‌য়ে যায়, এতে বাচ্চা হওয়ার সম্ভাবনাতো নাই ! অাস‌লে ধারণার ব্যাপার‌টি ভুল ।
মেয়েদের যোনির ভিতরে পুরুষের সম্পূর্ণ বীর্য থাকবে না এটাই স্বাভাবিক। কারণ যোনীর অভ্যন্তর সমান জায়গা নয় বরং এটি একটি নিম্নগামী পথ। এবং সেখানে বীর্য অবস্থা‌নের মতো জায়গা নেই। 

সন্তান হবার জন্য অ‌ধিক বীর্য প্রয়োজন নেই। একফোঁটা বীর্যও যদি নারীর যোনির ভিতরে রয়ে যায় তাহলে এটার দ্বারাই সন্তান হয়ে যাবে। কেনোনা পুরুষের একফোঁটা বীর্য তে
শুক্রকীটের সংখ্যা থাকে ২০ লক্ষের চেয়েও অধিক বেশি। এখান থেকে যদি মাত্র একটি শুক্রকীট জরায়ুতে অবস্থান রত ডিম্বাণূর সাথে মিলিত হতে পারে তাহলে তা থেকে ভ্রূণ তৈরী হবে এবং সন্তান গর্ভ এসে যাবে।
সন্তান নিতে ইচ্ছুক মেয়েদের সহবাস করার পর সাথে সা‌থে উঠে যাওয়া উচিৎ নয়, বরং ২০-২৫ মিনিট বিছানায় শুয়ে থাকা উচিত । তাতে গর্ভবতী হবার সম্ভাবনা বেড়ে যায়।

No comments:

Post a Comment