
এখন কোন কারণে যদি উত্তেজিত থাকা লিঙ্গে আঘাতের কারণে অথবা বেঁকে যাওয়ার কারণে এই Tunic a Albuginea নামক পর্দা ফেটে যায় তখন এটাকে বলা হয় লিঙ্গভঙ্গ। এ পর্দা ফেটে যাওয়ার সময় শব্দ হয় এবং হাড়ের মতই শক্ত লিঙ্গ ভাঙ্গে বলে এই জখমকে Fracture অভিহিত করা হয়েছে।
উন্নত বিশ্বে এই জখমের ৩০-৫০% কারণ হল Woman On Top & Cowgirl সেক্স পজিশন। অর্থাৎ এই দুটি সেক্স পজিশনে নারীরা পুরুষের উপরে উঠে সেক্স করে। লিঙ্গভঙ্গ হলে যত দ্রুত সম্ভব অপারেশন করতে হয়। তা না হলে ভবিষ্যতে রোগীর অনেক ক্ষতির আশংকা থেকে যায়। তাই সেক্স করার ক্ষেত্রে পুরুষাঙ্গে যেন কোন প্রকার চাপ না পড়ে সেদিকে ছেলে-মেয়েদের খেয়াল রাখা উচিত। তাহলে এ ধরণের রোগ এড়ানো সম্ভব।
@যৌনরোগ, #লিঙ্গ #সঙ্গম, #পুরুষাঙ্গ, যৌন বাহিত #রোগ #পেনিস
No comments:
Post a Comment