২০১৬ রিও অলিম্পিকে ভারতের কোন পদক নেই বলে চারদিকে
সমালোচনা। তবে কিরগিজস্তানের আইসুলুন তাইনাইবেকোভাকে হারানোর মধ্য
দিয়ে সেই আক্ষেপ ঘোচালেন সাক্ষি মালিক।
মেয়েদের কুস্তির ৫৮ কেজি ওজন শ্রেনীতে ভারতের সাক্ষি মালিক ব্রোঞ্জ জিতেন। প্রথম ভারতীয় নারী হিসেবে প্রথম পদক জিতলেন ২৩ বছর বয়সী সাক্ষি।
২০১৬ রিও অলিম্পিকে ভারত তাদের প্রথম পদক জিতেছে কুস্তির ইভেন্টে।
No comments:
Post a Comment