বিহেভিয়ারাল সায়েন্সেস জার্নাল-এ প্রকাশিত যৌন সমীক্ষার চাঞ্চল্যকর এক তথ্য- "অনলাইনে পর্ন দেখে যৌন ক্ষমতা হারাচ্ছে যুবকরা"।
সারা পৃথিবী জুড়েই যৌন সমস্যা প্রতিনিয়ত আশংকাজনক হয়ে ওঠছে। আর এর অন্যতম কারণ হচ্ছে সেক্স ভিডিও বা উত্তেজনাকর যৌনতায় পূর্ণ দৃশ্যের প্রতি আষক্তি। এছাড়াও অনলাইনে অত্যাধিক পর্নোগ্রাফি দেখার ফলে যুবাবস্থাতেই যৌন-সঙ্গমে বা সহবাসে অক্ষম হয়ে পড়েছেন বহু পুরুষ। সম্প্রতি এক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
যৌন-মনোবিদদের বিশ্বাস, অনলাইনে সহজলোভ্য পর্নোগ্রাফি সামগ্রীর ফলে প্রভাব
পড়ছে বাস্তব জীবনে। ক্ষতিগ্রস্ত হচ্ছে যৌন জীবন।
বিশেষজ্ঞদের মতে, পর্নোগ্রাফি দেখার ফলে যৌন-সঙ্গমের প্রতি ইচ্ছা হারিয়ে ফেলছেন প্রচুর যুবক। শুধু তাই নয়, পর্নোগ্রাফির কু-প্রভাবে তাঁরা ধ্বজভঙ্গও হয়ে পড়ছেন।
কিন্তু, কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞদের ব্যাখ্যা, অনলাইন পর্ন দেখতে অভ্যস্ত হয়ে পড়া যুবকরা মিডিয়া-লাইফের সেক্স বা যৌন-সঙ্গমের দৃশ্যে এতটাই নিজেদের মগ্ন করে ফেলছেন যে, বাস্তবে তাঁরা রতি-সুখের সেই তৃপ্তি পাচ্ছেন না।
মনোবিদদের মতে, মিডিয়া বা রিল লাইফে যেভাবে যৌন দৃশ্যগুলির চিত্রগ্রহণ হয়, বাস্তবে সেগুলিকে ‘রেপ্লিকেট’ করতে চান যুবকরা। কিন্তু, রিল লাইফ আর রিয়েল লাইফ না মেলায় তাঁরা ‘হতাশ’ হয়ে পড়েন এবং যৌন ক্ষমতার ভারসাম্য হারিয়ে ফেলেন।
আর তখনই বাস্তব জীবনে সঙ্গীর সঙ্গে রতিসুখের ইচ্ছা হারিয়ে ফেলেন তাঁরা। মানসিক হতাশা তখন প্রভাব ফেলে শারীরিক অক্ষমতায়।
এক নতুন সমীক্ষায় উঠে এসেছে, পর্নোগ্রাফির নেশা এক শ্রেণির মধ্যে মাদক নেশার মতো ছড়িয়ে পড়েছে। বিহেভিয়ারাল সায়েন্সেস জার্নাল-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অনলাইনে পর্নোগ্রাফি দেখার পর আপেক্ষিকভাবে যুবারা নিজেদের ‘উদ্দীপ্ত’ মনে করলেও, পরবর্তীকালে, বাস্তবে তাঁরা অধিকাংশই শিথিল হয়ে পড়ছেন।
@পর্ন । যৌন ক্ষমতা, #porn video
No comments:
Post a Comment