রিও অলিম্পিকের আগে নারীদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট 'ডাবল' জয়ের ঘটনা ঘটেছিল কোন গেমসে?

২০১৬ রিও অলিম্পিকের দ্রুততম মানবী ইলাইন থমসন। জ্যামাইকার এই নারী স্প্রিন্টার ১০০ মিটারের পর ২০০ মিটার স্প্রিন্ট জিতে হয়েছেন 'ডাবল' চ্যাম্পিয়ন। 

১৯৮৮ সিওল গেমসে নারীদের এই ডাবল; শেষ জিতেছিলেন আমেরিকার বিশ্ব রেকর্ডধারী ফ্লোরেন্স গ্রিফিত জয়নার। জয়নারের পর ইলাইন থমসন অলিম্পিকের ১০০ ও ২০০ মিটারের ডাবল জয়ের রেকর্ড গড়লেন।

রিও অলিম্পিকের আগে নারীদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট 'ডাবল' জয়ের ঘটনা ঘটেছিল ১৯৮৮ সালের সিওল গেমসে।

No comments:

Post a Comment