কামরস ও বীর্যরস :
নর বা নারীর যৌন উত্তেজনার প্রাথমিক ও চরম মুহূর্তে যৌনাঙ্গ দিয়ে এক প্রকার পিচ্ছিল তরল পদার্থ নির্গত হয়, এই তরল পদার্থ শুধু বীর্যরস নয়, কামরসও থাকে। কামরসে গোসল ফরজ নয়। আবার কামরসে শুক্রাণু নেই বললেই চলে।
১) মযীঃ
যৌন উত্তেজনার সময় বিনা বেগে প্রস্রাবের রাস্তা দিয়ে সাদা পিচ্ছিল আঠালো যে পানি বের হয় তাকেই 'মযী' বলে। একে কামরসও বলা হয়।
কখনো বিনা অনুভুতিতেও এই মযী জাতীয় পানি বের হয়। সাধারণতঃ যুবক ও শক্তিশালী
লোকদের যৌন উত্তেজনার সময় এটা বের হয়। এটার শুক্রাণু নেই, তাই গর্ভধারণের জন্য পরিপুষ্ট নয় বললেই চলে।
এই মযী সম্বন্ধে রাসূলুল্লাহ্ (সাঃ)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেনঃ "এর জন্য ওযুই যথেষ্ট।"
***মুসলিমঃ ৬০৩।
***মুসলিমঃ ৬০৩।
"মযী কাপড়ে লাগলে যেখানে লাগবে সেখানে এক আঁজলা (দুই হাতের তালু) পানি দিয়ে ধুয়ে নিতে হবে।"
***তিরমিযীঃ ১১০।
***তিরমিযীঃ ১১০।
"মযী বের হলে পুরুষাঙ্গ বা লিঙ্গটাও ভাল করে ধুয়ে নিতে হবে।"
***মুসলিমঃ ৬০২।
***মুসলিমঃ ৬০২।
২) অদীঃ
কোন কোন সময় প্রস্রাবের পূর্বে কিংবা পরে যে গাঢ় সাদা পানি বের হয় তাকে অদী বলে।
কোন কোন সময় প্রস্রাবের পূর্বে কিংবা পরে যে গাঢ় সাদা পানি বের হয় তাকে অদী বলে।
অদী সম্পর্কে আয়িশা (রাদিঃ) বলেছেনঃ
'প্রস্রাবের পর অদী বের হলে লিঙ্গ ও অন্ডকোষ দু'টি ধুতে হবে এবং ওযু করতে হবে। গোসল করতে হবে না।' ইবনু 'আব্বাস (রাদিঃ)' ও তাই বলেছেন।
***বায়হাকীঃ ১ম খন্ড; পৃষ্ঠাঃ ১১৫ ও ইবনুল মুনযির, ফিকহুস সুন্নাহঃ ১ম খন্ড; পৃষ্ঠাঃ ২৬; বরাতে আইনী তুহফা সলাতে মুস্তফাঃ ১ম খন্ড; পৃষ্ঠাঃ ২০-২১।
৩) মনী বা বীর্যঃ
উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে লম্ফ বা ঝাপ দিয়ে যে তরল পদার্থ প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয় তাকে মনী বা বীর্য বলে, আর এটিই হচ্ছে বীর্যরস। বীর্য যে কোন (বৈধ বা অবৈধ) উপায়ে 'সবেগে' বের হলে বা বীর্যপাত বা বীর্যস্থলন হলেই গোসল ফরয হয়ে যায় বা যাবে।
***তিরমিযীঃ ১০৯।
নারীদের বেলায়ও একই নিয়ম প্রযোজ্য হবে। নারীদেরও মযী ও অদী বের হয়।
সংগম বা সহবাস করলে সাধারনতঃ নারীদের বীর্যপাত হয় না।
কামভাব জাগলে নারীদের মযী বের হয়- যার জন্য যোনী পথ পিচ্ছিল হয়ে যায়।
মনী বা বীর্য নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে যাহা শুধুমাত্র পুরুষের প্রজনন তন্ত্র দিয়ে নির্গত হয়।
নারীর বীর্য বলে কোন কিছু নেই। নারীর কখনো বীর্য নির্গত হয়না।
তবে, যেহেতু নারীর যৌনাঙ্গ এবং মুত্রথলি খুব কাছাকছি অবস্থিত এবং মিলনকালে মুত্রথলিতে যথেষ্ট চাপ পড়ে তাই মিলনে পুর্ন তৃপ্তিতে শেষের দিকে সামান্য পরিমান প্রস্রাব বেরিয়ে যেতে পারে যাকে পুরুষ/নারী অজ্ঞতাবশত বীর্য বলে ধরে নেন।
JounoSeba
No comments:
Post a Comment