নর-নারীর যৌনতা বিষয়ক পরিপূর্ণ ও তথ্যবহুল ব্লগ; ধর্মীয় ও বিজ্ঞান সম্মতভাবে- যৌনতার নানান দিক, যৌন সমস্যার সমাধান, সফলতার একগুচ্ছ কার্যকর টিপস... JounoSeba
সেক্স পাওয়ার বৃদ্ধিকারী খাদ্য সমাহার
মাসিকের সমস্যা থেকে মুক্তি
মাসিক বা Period : ১২ থেকে ১৪ বছর বয়সের একটি মেয়ের শরীরের বাহ্যিক এবং অভ্যন্তরীণ অনেক পরিবর্তন দেখা দেয়। যেমন, বুকের স্তন সুডৌল আকার ধারণ, তলপেটের মাংস বৃদ্ধি, চেহারার লাবণ্যতা, কোমরের পিছনের দিকে মাংস বৃদ্ধি, ইত্যাদি। এগুলোর প্রধান কারণ হলো রজঃস্রাব বা মাসিক বা Period।
মাসিক স্বাভাবিক নিয়মে প্রতি মাসে একবার করে হয়। এটি সাধারণত ৩/৪ দিন স্থায়ী হয়। তবে কারো কারো ৭ দিনও স্থায়ী হতে পারে।
মাসিক চলাকালীন সময়ে অনেক মেয়েরই তলপেটে অতিরিক্ত ব্যাথা, শরীরে জ্বর জ্বর ভাব, মাথা ও শরীরে যন্ত্রনা, অতিরিক্ত রক্ত পড়া বা কম রক্ত পড়াসহ বিভিন্ন লক্ষণ দেখা দেয়।
মাসিক স্বাভাবিক বা নিয়মিত হওয়া কিছু শর্তের উপর নির্ভর করে। যেমন: সুস্বাস্থ্য, সঠিক পুষ্টি, আবহাওয়ার অনুকূল পরিবেশ, দেহের ওজন ঠিক থাকা, জিনগত বৈশিষ্ট, শরীরের বিভিন্ন গ্রন্থির হরমোন ঠিকভাবে নিঃসৃত হওয়া, ইত্যাদি। শরীরের বিভিন্ন গ্রন্থির ভিতর রয়েছে ওভারি, অ্যাডরেনাল ও থাইরয়েড। অনিয়িমিত মাসিকের জন্য সুনির্দিষ্টিত কোন কারণ সনাক্ত করা না গেলে তাকে ডিইউবি বলা হয়। যাকে তিনভাগে ভাগ করা যায়।
বয়ঃসন্ধিকালীন :
মাসিক শুরু হওয়া থেকেই অতিরিক্ত রক্ত পড়তে থাকে। যার ফলে শরীরে রক্তের অভাব ও স্থূলতা দেখা দেয় এবং শরীর শুকিয়ে যায়। এরকম সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের সরণাপন্ন হতে হবে।
প্রজননকালীন :
এই সময় ১০ থেকে ১২ দিন পরপর বা সারাটা মাস জুড়ে অল্প অল্প করে রক্তক্ষরণ হতে থাকে।
রজঃনিবৃত্তির আগে :
একটা নির্দিষ্ট বয়সে পা রাখলে মাসিক বন্ধ হয়ে যায়। কোন নারী যখন ৪০ থেকে ৪৮ বছরে পা রাখে তখন এই রকম সমস্যা দেখা দেয়।
মাসিকে কেন এমন হয় ?
নারীদের জরায়ুতে রক্ত সরবরাহ ও রক্ত চলাচল করার জন্য শারীরবৃত্তিয় সমন্বয় সাধন প্রয়োজন। যদি কোনো কারণে সমন্বয়হীনতা হয় বা অনেক সময় অতিরিক্ত আবেগ, দুশ্চিন্তা, অতিরিক্ত দুঃখবোধ অথবা বিবাহিতদের যৌন অসহযোগিতার কারণেও এ রকম হয়ে থাকে।
প্রতি মাসেই মাসিকের শারীরিক স্বাভাবিক প্রক্রিয়ায় বিভিন্ন যন্ত্রণার মুখোমুখি হন বহু নারী। কিন্তু মাসিকের এ যন্ত্রণা লাঘব করার কিছু উপায় রয়েছে। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু উপায়।
১. কম ক্যাফেইনযুক্ত চা পান করুন
গরম চা মাংসপেশিতে আরাম দেয়। এ কারণে চা পান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কম ক্যাফেইনপূর্ণ চা খাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের কলকাতার পার্ল ক্লিনিকের গবেষক ড. রিমা চ্যাটার্জি। চায়ের উষ্ণতা ব্যথাপূর্ণ পেশিতে কিছুটা আরাম দেবে। এ জন্যে চামোমাইল টি, জিঞ্জার টি, পিপারমিন্ট টি, ল্যাভেন্ডার টি, গ্রিন টি, লেমোনগ্রাস টি, কার্ডামোম টি এবং আরো কয়েক ধরনের হার্বাল চা উপকার দেবে।
২. প্রচুর পানি পান করুন
প্রচুর পরিমাণে পানি পান করা মাসিকের যন্ত্রণা থেকে মুক্তির অন্যতম উপায়। এ বিষয়ে মুম্বাইয়ের হেলথ সেন্টারের ড. হিতেশ শর্মা জানান, পিরিয়ড চলাকালীন প্রচুর পানি খাওয়া উচিত। এ সময় দেহে বাড়তি পানি প্রয়োজন হয়।
৩. আদা
বিশেষ সময়ে আদা একটি দারুণ কার্যকর ওষুধ। ব্যথা উদ্রেককারী প্রোস্টাগ্লাডিয়ানসকে নিয়ন্ত্রণে রাখে আদা। এর সঙ্গে অবসাদ দূর করতেও সহায়তা করে। এক কাপ গরম পানিতে এক টুকরা আদা ছেঁচে তার সঙ্গে সামান্য মধু এবং লেবুর রস মিশিয়ে খেয়ে ফেলুন।
৪. হট ওয়াটার ব্যাগ
ব্যথার সময়ে তলপেটে একটা হট ওয়াটার ব্যাগ রাখুন। এতে যন্ত্রণাকাতর পেশিগুলো শিথিল হবে। ব্যথা কিছুটা কমে আসবে।
৫. ক্যাফেইন থেকে দূরে থাকুন
চা-কফিতে ব্যবহৃত ক্যাফেইন থেকে দূরে থাকাটা বাঞ্ছনীয়। ক্যাফেইন রক্ত চলাচলকারী শিরা-উপশিরাকে সংকুচিত করে দেয়। এত ব্যথা বৃদ্ধির সম্ভাবনা থাকে।
৬. চর্বি এড়িয়ে চলুন
চর্বিযুক্ত খাবার এ সময় এড়িয়ে চলা প্রয়োজন। এসব খাবারে ক্ষতিকর উপাদান ও লবণ থাকে, যা পিরিয়ডের সময় ব্যথা বৃদ্ধি করতে পারে। কলা খান। এর পটামিয়ামে উপকার মিলবে।
৭. দারুচিনি
পিরিয়ডের ব্যথা উপশমে দারুণ কাজ করে দারুচিনি। এতে ফাইবার, ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাঙ্গানিজ রয়েছে। এক টেবিল চামচ দারুচিনি গুঁড়ো চায়ের সঙ্গে মিশিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। এতে সামান্য মধু মিশিয়ে খান। পিরিয়ড শুরু হওয়ার দুই-তিন দিন আগে থেকে এই চা দুই-তিন কাপ খেলে ব্যথা থাকবে না।
৮. অর্গাজম
মাসিকের ব্যথা দূর করতে কার্যকর একটি উপায় হলো অর্গাজম বা আনন্দময় যৌনতা। এতে দেহের রক্তচলাচল বৃদ্ধি পায় এবং বহুধরনের হরমোন নির্গত হয়। ফলে মাসিকের ব্যথা অনেকাংশে উপশম হয়।
এছাড়াও মাসিকের সমস্যা প্রতিকারের আরও কিছু উপায় :
১.জন্মনিয়ন্ত্রণ ঔষধ যারা গ্রহন করে, তাদের সঠিকভাবে নিয়মিত সেবন করতে হবে।
২.অতিরিক্ত বা কম ওজন থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে।
৩. প্রচুর আয়রনযুক্ত, ভিটামিন সমৃদ্ধ এবং পুষ্টিকর খাবার খেতে হবে।
৪.ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
পরীক্ষার প্রয়োজন হলে কাজগুলো প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই করতে হবে। প্রয়োজনে দ্রুত রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে হবে।
\
\
JounoSeba সার্চ : মাসিকের সমস্যা সমাধান, Period, পিরিয়ডের সমস্যা সমাধান, মিনস, মাসিক নিয়মিত করা, মাসিক, period problem, পিরিয়ড, মাসিকের যন্ত্রণা, মাসিকের কষ্ট দূর,
ইসলামে হস্তমৈথুনের বিধান
হস্তমৈথুন বা Masturbation বা স্বমেহন বর্তমানে একটি বড় সমস্যার নাম। হস্তমৈথুন নিয়ে ইসলামী পণ্ডিতগণের মধ্যে বিভিন্ন মত রয়েছে। পবিত্র কুরআনে সরাসরি হস্তমৈথুন নিয়ে কিছু বলা হয় নি, তবে কিছু হাদিসে তা পরোক্ষভাবে উল্লেখ হলেও তা সরাসরি বা স্পষ্টভাবে নির্দেশিত হয় নি অথবা হাদিসের বিশুদ্ধতা নিয়ে দ্বিমত রয়েছে। তবে এটা ঠিক যে, যেহেতু ইসলামে কেবল স্বামী এবং স্ত্রীর মধ্যকার যৌনক্রিয়া ও শারীরিক মিলন অনুমোদিত এবং বিবাহ বহির্ভুত অবস্থায় যৌনাঙ্গের হেফাজতের নির্দেশ রয়েছে। তাই, সাধারণভাবে হস্তমৈথুন ইসলামে অনুমোদিত নয়। প্রায় সকল মুসলিমই এটাকে গর্হিত কুকর্ম মনে করেন, এমনকি যারা এতে অভ্যস্ত তারাও।
হস্তমৈথুন এমনই একটি কাজ যার অর্থ নিজেকে কলুষিত করা।
যৌন ইচ্ছা কমিয়ে দেয় যে ৫ খাবার
ক্যালিফোর্নিয়ার সেন্টার ফর ইন্টিগ্রেটিব মেডিসিনের প্রতিষ্ঠাতা ড. মাইকেল হির্ট জানান, নারী-পুরুষের যৌনতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে টেসটোসটেরন হরমোন। তবে এর পেছনে ভূমিকা আছে বেশ কিছু খাবারের।
খাবারের কারণে যৌন আকাঙ্ক্ষা কমে আসার বিষয়কে সমর্থন করে বহু গবেষক। যদিও বিশেষ খাবারে যৌন উত্তেজনা বৃদ্ধি বা হ্রাসের বিষয়ে নিরেট প্রমাণ নেই। তবুও কিছু খাবারের স্বাদ, গন্ধ বা বর্ণ যৌন উত্তেজনা সৃষ্টি করতে পারে।
কিছু খাবার দেহে টেসটোস্টেরন হরমোনের মাত্রা কমিয়ে দেয়। এদের মধ্যে চকোলেট, অ্যালকোহল বা পনিরের মতো খাবার রয়েছে। তবে এরা টেসটোস্টেরনকে ইস্ট্রোজেনে রূপান্তরিত করে। পুরুষদের ক্ষেত্রে ইস্ট্রোজেন রোমান্টিক মানসিকতা নষ্ট করে দেয়। নারীদের ক্ষেত্রেও তা ঘটে থাকে।
এখানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ৫টি খাবারের কথা যা মানুষের যৌন চাহিদা বা আকাঙ্ক্ষা হ্রাস করে। এগুলো এড়িয়ে গিয়ে যৌন আকাঙ্ক্ষা ফিরিয়ে আনা যায়।
১. অ্যালকোহল :
বহু গবেষণায় প্রমাণ মিলেছে যে অ্যালকোহল যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দেয়। এটি টেসটোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়। যৌন চাহিদাও হ্রাস করে অ্যালকোহল।
২. ময়দা :
যে প্রক্রিয়াজাত ময়দা দিয়ে সবকিছু বানানো যায়, সে ময়দা যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দেয়। এ ময়দা তৈরিতে এমন সব উপাদান ব্যবহৃত হয় যা সেক্সের জন্যে দারুণ ক্ষতিকর। অন্যান্য গমের ময়দার চেয়ে এসব প্রক্রিয়াজাত ময়দায় জিঙ্কের পরিমাণ তিনগুন কম থাকে। এ ছাড়া প্রক্রিয়াজাত ময়দা দেহে ইনসুলিন উৎপাদন প্রতিহত করে। ফলে ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায়।
৩. বীট :
পরিশ্রমের পর বীট পেশির যত্ন নেয়। তবে এসব মিষ্টজাতীয় সবজিতে যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না। এদের বেশি খেলে ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। যাদের দেহে হরমোনঘটিত সমস্যা রয়েছে তাদের জন্যে আরো ক্ষতিকর প্র্রভাব ফেলে বীট।
৪. বেরি জাতীয় ফল :
স্বাস্থ্যের জন্যে দারুণ উপকারী বেরি জাতীয় ফল। কিন্তু এর ভক্ষণযোগ্য ত্বকে থাকে কীটনাশক। এই ত্বক ইস্ট্রোজেনের ক্ষরণমাত্রা বৃদ্ধি করে। তবে যদি অর্গানিক ও কীটনাশকমুক্ত বেরি খাওয়া যায়, তবে তা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে পারে।
৫. বোতলজাত পানি :
বিশুদ্ধ খাবার পানি বলতেই আমরা এ পানি বুঝি। কিন্তু এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানান দিয়েছে বহু গবেষণা। যৌন আকাঙ্ক্ষা হ্রাসসহ উর্বরতা নষ্ট করে প্লাস্টিক বোতলের কারণে। এতে পাওয়া যায় 'বাইফেনোল এ' নামের এক উপাদান। এটা বিপিএ নামেই পরিচিত। এক সাধারণ রাসায়নিক উপাদান যা অধিকাংশ প্লাস্টিক পণ্যে থাকে। এই উপাদানটি স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর। এক স্লোভেনিয়ান গবেষণায় বলা হয়, উর্বরতা ও বন্ধ্যাত্বের কারণ হতে পারে বোতলজাত পানি। হার্ভার্ডের এক গবেষণায় বলা হয়, যে নারীর দেহে উচ্চমাত্রার বিপিএ থাকে তাদের ডিম্বের কার্যকারিতা কমে যায় ২৭ শতাংশ।
@ফক্স নিউজ
যৌনতা সম্পর্কিত অতি প্রয়োজনীয় কিছু প্রশ্নোত্তর
উত্তরঃ হস্তমৈথুনের খারাপ দিক বুঝতে পারছেন বলে ধন্যবাদ। হস্তমৈথুন
কিভাবে বুঝবেন, স্ত্রী যৌন উত্তেজনায় অস্থির
তবে চিন্তার কোন কারণ নেই। নারীর উত্তেজনার লক্ষণ বুঝতে নিচের নিয়ম ফলো করুন।
স্ত্রী যৌন সুখ পেয়েছে কিনা তা বুঝবেন কিভাবে
কামরস ও বীর্যরস কি একই
ইসলামে নারীর যৌন অধিকার
ইসলামে যৌনতার বিধান সম্পর্কিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
আপনার কাছে কোন প্রশ্নের উত্তর ভূল মনে হলে অবশ্যই সূত্রসহ কমেন্ট করতে অনুরোধ রইলো।
এছাড়াও কারো মনে কোন প্রকার প্রশ্নের উদ্রেক হলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন।
নারীর যৌন উত্তেজনা বৃদ্ধির উপায়
হস্তমৈথুন, চিকন ও দুর্বল লিঙ্গ, স্বপ্নদোষ বিষয়ে প্রশ্ন
যৌন শক্তি বৃদ্ধি ও যৌবন ধরে রাখে যেসব খাবার
যৌন শক্তি বাড়ানোর কিছু উপায়
যৌন শক্তি বাড়ার উপকরণ অাপনার হাতের কাছেই
পুরুষের যৌনশক্তি বাড়াতে রসুনের ব্যবহার
সন্তান জন্মদানে অক্ষমতার কারনসমূহ
পুরুষের পেনিস বিষয়ক জরুরী তথ্য
আমাদের দেশের কিছু অসাধু ডাক্তার, কবিরাজ, হেকিম পুরুষদের বিভিন্ন ভিত্তিহীন যৌন সমস্যার কথা বলে সম্পূর্ণ ভুয়া তথ্য দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে। যেমন, পুরুষের পেনিস মোটা ও বড় করা।
শারীরিক অঙ্গ প্রতঙ্গ আল্লাহর দান, এমন কোনো চিকিৎসক নাই যে সমস্যার সমাধান করতে পারবেন। তবে রোগের কারনে পেনিস যদি নিস্তেজ ও ছোট দেখায় সে ক্ষেত্রে সঠিক চিকিৎসায় স্বাভাবিক করা সম্ভব। তবে জন্মগত ভাবে যে সাইজ, তার চেয়ে মোটা বা বড়
যৌন উত্তেজনা বৃদ্ধি করে পূর্ণতৃপ্তি পাওয়ার গোপন কৌশল
স্বামীর আগে স্ত্রীর বীর্যপাত ঘটাবেন যেভাবে
নারীদেরও বীর্যপাত হয়! তবে পুরুষদের মতো মনী বা বীর্য বের হয় না। নারীদের বীর্যপাত বলতে মযী ও অদী বের হওয়াকে বুঝায়। কিন্তু প্রকৃতপক্ষে তা বীর্যপাত নয়। কারণ সহবাস করলে সাধারনতঃ নারীদের বীর্যপাত হয় না।
কামভাব তীব্রতর হলে নারীদের মযী বের হয়। এই মযীর জন্য নারীদের যোনী