বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পুরুষরা পেনিস বড় ও সতেজ বা লম্বা এবং মোটা করার জন্য চিকিৎসার খোঁজে সদা সর্বস্বান্ত। হাতুরি ডাক্তার আর অযৌক্তিক টিপসের যাতাকলে পিষ্ট হয়ে বর্তমান প্রজন্ম ধরেই নিয়েছে যে, ছোট পেনিস বড় করা যায়! আসলে এই তথ্যটি কখনোই সঠিক ছিলো না, এখনো নয়। কারণ, স্বাভাবিক পেনিসের আকৃতি পরিবর্তন করা একেবারেই অসম্ভব। তবে যে যৌন তৃপ্তির জন্য পেনিস বড় করার আকাঙ্খা জাগে, সেই যৌন তৃপ্তি একটু কৌশল অবলম্বন করেই পরিপূর্ণভাবে পাওয়া সম্ভব।
মানুষের শারীরিক গঠন ও আকৃতি- আবহাওয়া ও জলবায়ুর উপর নির্ভর করে। তেমনি সেক্স এবং পেনিসও এসবের উপর নির্ভরশীল। ভারতীয় উপমহাদেশে মানুষের শারীরিক গঠন অনুযায়ী উত্থিত অবস্থায়, পেনিস পাঁচ ইঞ্ছি থেকে ছয় ইঞ্ছি হয়ে থাকে।
খুব অল্প সংখ্যক মানুষের পেনিস ইনলার্জমেন্ট বা লিঙ্গ বড় করার প্রয়োজন হতে পারে। সাধারণত উত্থিত অবস্থায় ৩
ইঞ্ছির কম আকৃতির পেনিসকে মাইক্রো-পেনিস ডিস-অর্ডার বলা হয়। তবে প্রতি ১০০০ পুরুষ মানুষের মধ্যে মাত্র ছয় জনের এই সমস্যা হতে পারে। এছাড়া অন্য কারো জন্যই সাধারনত পেনিস ইনলার্জমেন্ট-এর প্রয়োজন হয় না।
যাদের মাইক্রো পেনিস বা প্রকৃত কোন সমস্যা; যেমন- হরমোন, কোন দুর্ঘটনা বা রোগের কারনে অথবা কোন রূপ অসামঞ্জস্যতা রয়েছে; তাদের ক্ষেত্রে সার্জারি করে সামান্য উপকার হতে পারে। কিন্তু তাতেও পেনিসের আকার খুব যে বেড়ে যাবে তা কিন্তু নয়। আবার এইসব সার্জারির কারনে স্বাভাবিক যৌন জীবন ব্যহত হয়। তাছাড়া সার্জারী করাতে খরচও প্রচুর এবং ঝামেলাও অনেক।
ডক্টর মাইকেল ও’লেয়ারী (প্রফেসর, হার্বার্ড মেডিক্যাল স্কুল। ইউরোলজিষ্ট, ব্রিগহাম এন্ড ওমেন্স হসপিটাল ইন বোষ্টন) বলেন, “বিশ্বাস করুন, আমি যদি জানতাম কি করে নিরাপদে এবং সত্যিকারেই পেনিসের আকার বড় করা যায়, – তাহলে আমি তা প্রেসক্রাইব করে কোটিপতি হয়ে যেতাম। কিন্তু আমি এটা জানিনা,– এমনকি এখনো এ রকম কোন পদ্ধতি আবিষ্কার-ই হয়নি!”
বাজারে প্রচলিত পেনিস ইনলার্জমেন্ট বা বড় করার যেসব পদ্ধতি আছে; তা কখনোই প্রমাণিত সত্য নয়। এসব পদ্ধতি হলো প্রচলিত প্রতারণা। পেনিস ইনলার্জমেন্ট পদ্ধতির পেছনে বিজ্ঞানভিত্তিক ও ধর্মীয় কোন চিকিৎসার বিশ্বাসযোগ্য ও প্রমাণিত উৎস খুঁজে পাওয়া যায় না- যে পদ্ধতিটা কার্যকরী ও নিরাপদ পদ্ধতি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, অপরীক্ষিত ও অসমর্থিত তথ্য-উপাত্ত, মিথ্যা ডাক্তারি চিকিৎসা, মালিষ, হালুয়া, হার্বাল ইত্যাদি। তবে ভায়াগ্রা ক্ষতিকর হলেও পেনিস বা লিঙ্গোত্থানে সাহায্য করে।
বাজারে প্রচলিত পেনিস ইনলার্জমেন্ট বা লিঙ্গ বড় করার দাবি নিয়ে সাধারন পিল, লোসন, ক্রিম, জেল, হালুয়া, তেল ইত্যাদি বিক্রি করা হয়। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় এইসব চিকিৎসা বা পণ্য সমূহের মধ্যে ক্ষতিকর লেড, কীটনাশক, বিভিন্ন প্রাণীর মলের অস্তিত্ব পাওয়া গেছে।
বিভিন্ন যন্ত্র; যেমন- ভ্যাকুয়াম পাম্প, পেনিস স্ট্রেচার, রিং ইত্যাদির মাধ্যমে পেনিস বড় করা হচ্ছে! প্রকৃতপক্ষে এসবের কোন গবেষণালব্ধ যুক্তি নেই। অনেক সময় মানুষ এটা ব্যবহার করে, রক্ত নালি ছিড়ে যাওয়া থেকে শুরু করে পেনিস স্থায়ীভাবে আর কখনো উত্থিত হয় না। তদ্রুপ পেনিস স্ট্রেচারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে।
তবে ছোট পেনিস বড় করার জন্য নিয়মিত ব্যায়াম করলে; লিঙ্গের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে নিস্তেজ পেনিস সবল ও মোটা এবং লম্বা হতে পারে। এর পাশাপাশি চিরতরে হস্তমৈথুন ছেড়ে দিতে হবে।
পেনিসের আকার নিয়ে দুশ্চিন্তা না করে স্বাভাবিক ভাবে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা ভাল। আর মনে রাখতে হবে, আনন্দদায়ক যৌন জীবন পেনিসের আকারের উপন নির্ভর করে না। কারণ যৌন তৃপ্তি নির্ভর করে যৌনক্রিয়ার পারদর্শীতার উপর।
@ছোট লিঙ্গ বড় করার উপায় কি ? #ছোট লিঙ্গ বড় করার পদ্ধতি , #লিঙ্গ সবল করার নিয়ম। #পেনিস লম্বা ও মোটা করার উপায় কি? #বড় লিঙ্গ , #পুরুষাঙ্গ বড় ও মোটা করার পদ্ধতি , #চিকন লিঙ্গ মোটা করার উপায় , #মোটা পেনিস কিভাবে বানাবো। #খারা লিঙ্গ #লম্বা
No comments:
Post a Comment