নর-নারীর যৌনতা বিষয়ক পরিপূর্ণ ও তথ্যবহুল ব্লগ; ধর্মীয় ও বিজ্ঞান সম্মতভাবে- যৌনতার নানান দিক, যৌন সমস্যার সমাধান, সফলতার একগুচ্ছ কার্যকর টিপস... JounoSeba
সেক্স বাড়ানোর ওষুধ নিয়ে জরুরী কিছু কথা
বিয়ের আগে প্রেম-ভালোবাসা কি জায়েজ?
ওরাল সেক্স (Oral Sex)
আধুনিক সমাজের যৌনতায় ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। পাশ্চাত্য সমাজের কৃষ্টি ও কালচারে অতিউৎসাহী হয়ে কিছু তরুন-তরুনী, যুবক-যুবতী সেক্সের বিকৃতি ঘটিয়ে মজা লুটছে। আর তথ্য প্রযুক্তির অপব্যবহার করে এসব তারা সাধারণ পাবলিককে যৌনতার অপরিহার্য অংশ হিসেবে পরিচিত করাচ্ছে। তেমনই বিকৃত একটি যৌনক্রিয়া হচ্ছে ওরাল সেক্স।
সহজভাবে বলতে গেলে, ওরাল সেক্স হলো মুখের মাধ্যমে সেক্স বা যৌনতায় অংশগ্রহন করা। পশ্চিমা
যৌনাঙ্গ বা দেহের বিভিন্ন জায়গার লোম দূর করুন সহজেই
এই পদ্ধতির উপকরণগুলো আপনার
বীর্যপাত সমস্যা সমাধানে শারীরিক অনুশীলনের গুরুত্ব
অনেক পুরুষই সেক্সের ক্ষেত্রে দ্রুত বীর্যপাতের সমস্যায় থাকেন। আবার অনেকের একেবারেই বীর্যপাত হয় না। এ ধরনের সমস্যাগুলোর সমাধানে শারীরিক অনুশীলন খুবই কার্যকর বলে জানিয়েছেন গবেষকরা।
সাম্প্রতিক এক গবেষণার আলোকে গবেষকরা জানিয়েছেন, শারীরিক অনুশীলনের মাধ্যমে বীর্যপাতের নানা ধরনের সমস্যা দূর হয়ে যায়। তবে শুধু জগিং বা এক্সারসাইজই নয়, নানা ধরনের শারীরিক কার্যক্রমের মাধ্যমেও উপকৃত হওয়া সম্ভব।
বর্তমানে বীর্যপাতজনিত সমস্যা বেশ বেড়ে গেছে। এক জরিপে দেখা গেছে ২০ থেকে ৩০ বছর বয়সীদের মাঝে প্রায় আট শতাংশ পুরুষ এ সমস্যায় আক্রান্ত। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ সমস্যা বাড়তে থাকে। ৭০ বছর বয়সীদের ক্ষেত্রে এ সমস্যা প্রায় ৩৭ শতাংশ হয়ে থাকে।
এ বিষয়ে পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্টোর গবেষক ড. অ্যান্ড্রে সিলভা বলেন, ‘এ যৌন সমস্যা জীবনযাপনের মান কমিয়ে দেয় এবং বিভিন্ন নেতিবাচক সমস্যা সৃষ্টি করে।’
ড. সিলভা এ বিষয়ে গবেষণাটির মূল গবেষক। তিনি জানান, ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৫০৫ জন পুরুষকে তারা এ গবেষণায় অন্তর্ভুক্ত করেন। এদের সবারই বীর্যপাতের নানা সমস্যা ছিল। গবেষকরা তাদের একাংশকে দাওয়াই হিসেবে শারীরিক অনুশীলন ও শারীরিক পরিশ্রম বাড়াতে বলেন। এরপর তাদের আট সপ্তাহ থেকে শুরু করে দুই বছর পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৪৩ থেকে ৬৯ বছর।
এছাড়া ২১৩ জন পুরুষকে অন্য একটি গ্রুপের অন্তর্ভুক্ত করে গবেষণা পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণকারীদের গবেষকরা অ্যারোবিক এক্সারসাইজ, পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ ও কয়েক ধরনের এক্সারসাইজের কম্বিনেশন করতে দেন। গবেষকরা অন্য ২১৩ জনকে কোনো এক্সারসাইজ করতে নিষেধ করেন।
কিছুদিন এ শারীরিক অনুশীলন করার পর দেখা যায়, যে পুরুষেরা শারীরিক অনুশীলন করেছেন তাদের বীর্যপাতের সমস্যা অনেকাংশে কমে গিয়েছে। যারা শারীরিক অনুশীলন করেননি তাদের তুলনায় এর মাত্রায় উন্নতি ছিল ৩.৮৫ পয়েন্ট।
গবেষকরা জানান, শারীরিক অনুশীলনের ফলে যৌনতা তথা সেক্সেও বেশ উন্নতি হয়।
পর্নোগ্রাফি ভবিষ্যত যৌন জীবন ধ্বংস করছে
অ্যালিসনের এক চিকিৎসক বন্ধু যখন তাকে বললেন, তার ১৩ বছর বয়সী ছেলেটি নিশ্চয়ই অনলাইনে পর্ন দেখছে তখন তার খুবই রাগ হয়। অ্যালিসন বলেন, “এতে আমি মারাত্মকভাবে আহত হই। কারণ আমি ভেবেছিলাম, সে কেন ওটা করবে? পর্ন দেখা একটি পথভ্রষ্ট আচরণ। আর
সুপার-গনোরিয়া : যৌন রোগ
আশঙ্কা করা হচ্ছে, যৌনবাহিত এই রোগটি ক্রমেই চিকিৎসা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাচ্ছে। প্রচলিত কার্যকর চিকিৎসা আর কাজ করছে না। এতে রোগটি আরো বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়েই চলেছে।
যৌন অনীহা বা আন-অর্গাজমিয়া
১। প্রাইমারি আন-অর্গাজমিয়া
এতে আক্রান্ত ব্যক্তিটি পূর্বে কখনই চরম সুখ উপভোগ করতে পারেনি।
২। সেকেন্ডারি আন-অর্গাজমিয়া
এতে আক্রান্ত ব্যক্তি বেশ কিছুদিন সবকিছু ভালোভাবে চলার পর ক্রমশঃ যৌন সুখের অনুভূতির হ্রাস হতে শুরু করে এবং পরে তা থেকে এক প্রকার হতাশার সৃষ্টি হয়।
সন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধি করে গাজর।
যৌন মিলনের ৬ উপকারীতা
সেক্স কতো মিনিটের হয়
আমেরিকা ও কানাডার লোকদের উপর সমীক্ষাতে রায় পাওয়া গেছে ৬-১২ মিনিটের মত সময় সবচেয়ে বাঞ্ছনীয় হয়।
সাদা স্রাব বা লিউকোরিয়া
সাদা স্রাব নিয়ে অনেক মেয়েদের অভিযোগের শেষ নেই। চিকিৎসকের কাছে গেলে অন্য সমস্যার পাশাপাশি তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বলে থাকেন এবং সে সঙ্গে এও বলেন যে, এর ফলে তাঁদের স্বাস্থ্যহানি হচ্ছে! এ কারণে তাঁরা মানসিকভাবেও
ঘরের কাজ করুন যৌন জীবন মধুর হবে
আমেরিকার মন্টক্লেয়ার ইউনিভার্সিটিতে এই নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। ঐ সমীক্ষাতে ৬৮৭৭ জন দম্পতি অংশ নিয়েছিলেন। তারা সকলেই রান্না থেকে শুরু করে কাপড় কাচা, ঘরপরিষ্কার করা, ঘরের যাবতীয় কাজ করেন। তারা সকলেই দৈহিক মিলনের ক্ষেত্রে অধিক সক্ষম বলে প্রমানিত হয়েছে। এমনকি বয়সের ভার তাদের যৌন সম্পর্কে কোন প্রভাব ফেলে নি।