সহবাস বা শারীরিক সম্পর্ক বিবাহিত নর নারীর সহজাত প্রবৃত্তি। সহবাস করতে শারীরিক ও মানসিক শক্তির প্রয়োজন। আর এই শক্তির মাধ্যমে সহবাস দীর্ঘতর সুখ ও শান্তিতে ভরে ওঠে। সহবাসে শক্তির স্বল্পতা আর দ্রুত বীর্যপাত করা একই কথা, যদিও এই দু’টির কারণ কিছুটা ভিন্ন। বিভিন্ন কারণে সহবাসের শক্তি হ্রাস পায়।
দ্রুত বীর্যপাত এক ধরনের সমস্যা বা রোগ। আর এই সমস্যার প্রধান কারণ রতিশক্তির সাপোর্ট না পাওয়া। আজকের টপিক্স রতিশক্তি বা সহবাসের শক্তি স্বল্পতা নিয়ে; দ্রুত বীর্যপাত নয়। দ্রুত বীর্যপাত বিষয়ে পূর্বে অনেক পোষ্ট হয়েছে; প্রয়োজনে পরবর্তীতেও হবে। তাই আজ সহবাসে শক্তিহীনতা নিয়েই আলোচনা হবে।
সহবাসের শক্তি স্বল্পতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটি শারীরিক ও মানসিক অবস্থার দরুন হয়ে থাকে। সহবাসে শক্তিহীনতার বিভিন্ন কারণ থাকে। আর এই কারণগুলো সফল সহবাসের প্রধান অন্তরায়।
সহবাসে শক্তিহীনতার কারণঃ
০১। প্রকৃত উত্তেজনা ছাড়া সহবাস করা;
০২। সহবাসে অত্যধিক উত্তেজনা;
০৩। ঘন ঘন উত্তেজনা আসা কিন্তু তা অস্থায়ী;
০৪। উত্তেজনার সময় সহবাস না করা;
০৫। অতিরিক্ত বা ঘন ঘন সহবাসে মিলিত হওয়া;
০৬। সহবাসের সময় ভয়, লজ্জা ও কোন বাধার ফলে;
০৭। বহুদিন পর সহবাস করা;
০৮। মানসিক অস্থিরতা;
০৯। হস্তমৈথুন করা;
১০। শারীরিক অসুস্থতা;
১১। নেশা করা ও সেই অবস্থায় সহবাস করা;
১২। জন্মগত দুর্বলতা;
১৩। যৌন শক্তি বৃদ্ধির অনিরাপদ ওষুধ সেবন;
১৪। যৌন ব্যাধিতে আক্রান্ত;
১৫। স্বামী-স্ত্রী ব্যতীত সহবাস করা।
উপরে উল্লেখিত বিভিন্ন কারণ ছাড়াও, সহবাস বা যৌন শক্তি স্বল্পতার আরও অনেক কারণ রয়েছে।
যৌন শক্তি স্বল্পতার উপরোক্ত কারণগুলো চিহ্নিত করে, তা প্রতিকারে মনোযোগী হোন।
@ সেক্স শক্তি স্বল্পতার, যৌন শক্তির স্বল্পতা ।। শীঘ্র রেতঃপাত, যৌন মিলন, শীঘ্র পতন, যৌন ব্যাধি... জন্মগত.. সেক্স দুর্বলতা । সেক্স রোগের কি ঔষধ । মৈথুন শক্তির স্বল্পতা, শীঘ্র রেতঃপাত, সেক্স শক্তি স্বল্পতা
No comments:
Post a Comment