যৌন মিল‌নের সময় বা কাল

যৌন মিলন বা সহবা‌সের কিছু বিধি নিষেধ বা সময়সীমা আ‌ছে, যা না মানলে যৌন জীবন অশেষ ক্ষতির সম্মুখীন হতে পা‌রে। এসব মেনে চলা প্রতিটি বিবাহিত দম্পতির অবশ্য কর্তব্য। আর যদি না মানি তাহলে আমাদের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি করবে। তাই নিষিদ্ধ সময়ে সহবাস থে‌কে বিরত থাকা উত্তম। সহবা‌সের স‌ঠিক কাল বা সময়ের কিছু নমুনা জেনে নিন।

* ঘুমোবার পর রাতের দ্বিতীয় প্রহর সহবা‌সের শ্রেষ্ঠ সময়।
* দিনের বেলা সহবাস না করাই ভা‌লো।
* ঈদুল ফিতর ও ইদুল আযহার রাতে সহবাস না করা ভা‌লো।
* ভোরবেলা সহবাস শরীরের পক্ষে ক্ষতিকর হ’তে পারে।
* প্রবাস গমনের পূর্বে রাতে স্ত্রী সহবাস।
* গুরুর গোশত খাওয়ার পর পর সহবাস নিষিদ্ধ।
* শারীরিক ও মানসিক অক্ষমতা নিয়ে সহবাস করা অনুচিত।
* ক্রুদ্ধ বা চিন্তিত মেজাজে সহবাস উচিত নয়।
* রোগ অবস্থায় সহবাস করলে রোগ আরো বৃদ্ধি পায় ও শরীরের মারাত্বক ক্ষতি হয়।
* বৃদ্ধ ও বৃদ্ধা বয়সে বা বারবনিতার সঙ্গে সহবাস করলে আয়ু কমে যায় এবং নিজেকে মৃত্যুর দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হয়।

চারটি ক্ষেত্রে সহবাসের ব্যাপারে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা রয়েছে (সহবাস নি‌ষিদ্ধ বা হারাম)। এগুলো হলঃ
১। পায়ুমৈথুন বা পায়ুপথে সহবাস,
২। মেয়েদের রজঃস্রাবকালীন সময়। অর্থাৎ হায়েজ নেফাছ অবস্থায় সহবাস নি‌ষিদ্ধ।
৩। সন্তান জন্মের পর প্রথম চল্লিশদিন,
৪। রমজান মাসে রোজা রাখা অবস্থায় (রাতের বেলা যায়েজ) এবং হজ্জ ও ওমরাহ পালনের সময়। হজ্জ বা ওমরা চলাকালীন সময়ে বিবাহ হলে তা সক্রিয় বলে গণ্য হবে না।

@ নিষিদ্ধ সময়ে সেক্সের কুফল, মৈথুন সময়।
নিষিদ্ধ সময়ে সহবাসের, নিষিদ্ধ সময়ে সেক্স, সহবাসের কাল, নিষিদ্ধ সময়ে সঙ্গম, পায়ুপথে সঙ্গম, বৈবাহিক সহবাস, সেক্স কাল

No comments:

Post a Comment