নর-নারীর যৌনতা বিষয়ক পরিপূর্ণ ও তথ্যবহুল ব্লগ; ধর্মীয় ও বিজ্ঞান সম্মতভাবে- যৌনতার নানান দিক, যৌন সমস্যার সমাধান, সফলতার একগুচ্ছ কার্যকর টিপস... JounoSeba
সেক্স পাওয়ার বাড়াতে ১ গ্লাস সরবত
নিত্য দিনের নানা প্রাকৃতিক কাজের মতো সেক্স স্বাভাবিক হলেও, সাধারণভাবে সেক্স নিয়ে মানুষের ‘ট্যাবু’রও অন্ত নেই, কৌতূহলেরও শেষ নেই। প্রকাশ্যে কথা বলতে বাধলেও যৌনতা বাড়াতে অনেকে ভায়াগ্রা ব্যবহার করেন। অনেকে আবার এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হবে ভেবে এ কাজ থেকে বিরত থাকেন। তবে এখন ঘরে বসেই আপনি ভায়াগ্রা বানিয়ে ফেলতে পারেন।
স্বপ্নদোষ থেকে মুক্তি পাবার উপায়
ঘুমন্ত অবস্থায় কোন সক্রিয় কর্মকাণ্ড ব্যতিরেকে স্বয়ংক্রিয়ভাবে পতন ঘটা, যেখানে পুরুষ বা ছেলেদের ক্ষেত্রে বীর্যপাত ঘটে এবং মহিলা বা মেয়েদের ক্ষেত্রে শুধু রাগমোচন বা সিক্ততা বা উভয় ঘটে থাকে। এটি বয়ঃসন্ধি বা উঠতি তারুণ্যে সবচেয়ে বেশি ঘটে থাকে, তবে কোন কোন ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল পার হবার অনেক পরেও এটি ঘটতে পারে। মহিলাদের ক্ষেত্রে যোনিপথ পিচ্ছিল থাকা সকল ক্ষেত্রে স্বপ্নদোষের বিষয়ে নিশ্চয়তা প্রদান করতে পারে না।
স্বপ্নদোষ একেবারেই স্বাভাবিক এবং শারীরবৃত্তীয়
যৌন ক্ষমতা বৃদ্ধি করার ১০ টি গোপন উপায়
যখন কোন পুরুষ বা নারীকে ‘যৌন অক্ষম’ বলা হয় তখন এই শব্দটি কি বুঝাতে চায়? যৌন অক্ষম বললে কি কোন নর-নারী সম্পূর্ণরূপে যৌন-মিলনে অক্ষম তাই বুঝায়? যৌন অক্ষম বললে রতিমিলনে অক্ষম, পুরো সক্ষম নন, এমনি নর-নারীর কথা বুঝা যায়।
যৌনস্বাস্থ্য এবং যৌনক্ষমতা কারও একদিনেই নষ্ট হয় না বা নিঃশেষ হয়ে যায় না; ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে। বয়সের অনুপাতে যৌনক্ষমতার তারতম্য হয়। একজন ৬০ বছর বয়স্ক লোকের পক্ষে যা স্বাভাবিক অবস্থা, একজন ২০ বা ৩০ বছরের যুবকের পক্ষে তা চরম দুর্বলতা বা অক্ষমতা।
সেক্স সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: সেক্স না করেও কোনো মেয়েকে কি তৃপ্তি দানকরা সম্ভব?
উত্তর: হ্যা সম্ভব।
প্রশ্ন: স্যার বাজারে যেসব ঔষধ পাওয়া যায় সেক্স ও লিঙ্গো বারানোর জন্য। ওগুলো খেলে কি ভবিষ্যতে কোনো ক্ষতি হবে?
উত্তর: সাময়িক ভাবে কাজ করলেও লং টার্মে বেশিরভাগই ক্ষতিকর।
প্রশ্ন: আমার বয়স ২২ বছর, রাতে ঘুমের সময় ধাতু বের হয় এটার সমাধান কি?
উত্তর : এটা স্বপ্নদোষ। আর স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক ঘটনা।
অসাবধানতায় গর্ভধারণ
নারীদের জন্য গর্ভধারণ জীবনে একটি নতুন অধ্যায় যোগ করার মতো। কিন্তু মা হওয়ার আনন্দ অঙ্কূরেই বিনষ্ট হবে যদি অসাবধানতায় ঘটে যায় গর্ভধারণের মতো ঘটনা।
গর্ভধারণ রোধ করার জন্য অনেক ধরনের প্রতিরোধক পাওয়া যায়। সেগুলোর অকার্যকারিতার হার খুবই নগণ্য। তবে অসাবধান হলে সে প্রতিরোধ ব্যবস্থা ভেঙে যেতে পারে।
গর্ভধারণ করলে সে এবং তার সঙ্গীর জন্য খুব আনন্দদায়ক একটি ঘটনা। তবে, এ কথাটা সব সময় সত্য না।
যৌন মিলনের সময় বাড়ানোর উপায়
সহবাসে বা যৌন মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মুল যোগ্যতা হিসাবে গন্য হয়। যেকোন পুরুষ বয়সের সঙ্গে সঙ্গে মিলনের নানাবিধ উপায় রপ্ত করে থাকে।
অনেক সময় দেখা যায় যে, অনেক পুরুষ স্বল্প সময়ের মধ্যেই বীর্যপাত করেন, যার ফলে নারী অতৃপ্ত থেকে যায়। তাই যৌন মিলনের সময় নারীর চাওয়া পাওয়াকে বেশি প্রাধান্য দেয়া উচিত। তাই যৌন মিলনের সময় বাড়ানোর উপায়গুলো নিম্নে আলোচনা করা হলোঃ
সেক্সের সময় জেলি বা লুব্রিকেন্ট ব্যবহার
সেক্সের সময় বিভিন্ন কারণবশত আমাদের শরীর আমাদের শারিরীক প্রয়োজনের তুলনায় প্রয়োজনীয় লুব্রিকেশন তৈরি করতে সক্ষম হয় না। এজন্য কৃত্তিম জেলি বা লুব্রিকেন্ট ব্যবহার করা যায়। এতে যোনির শুষ্কতা কমে যায়। নারীর যোনি শুষ্ক হয়ে থাকতে পারে যেমন: মানসিক চাপ, ক্লান্তি অথবা ঋতুস্রাব এসব অন্যতম কারণ।
অনেক তৈলাক্তকর পণ্য যেমন ভ্যাসলিন, পেট্টোলিয়াম, বডি লোশন এই ধরনের প্রোডাক্ট আপনার কনডমের লেটেক্র কে নষ্ট করে আপনার কনডমকে মুহূর্ত এর মধ্যে ছিদ্র করে দিতে পারে। কিন্তু জেলি বা লুব্রিকেন্ট ব্যবহার আপনার শরীরের প্রাকৃতিক লুব্রিকেশনের মতই কার্যকর ভূমিকা পালন করবে। এটি খুব সহজই ধুয়ে ফেলা যাই, অন্যান পেট্টোলিয়াম মত শরীরের সাথে লেগে থাকে না।
সুন্দর স্তন গড়ে তুলতে যেসব বিষয় জানা উচিত
সৌন্দর্যের বিকাশে নারীর বক্ষের মূল্য অপরিসীম। স্বাভাবিক ভাবে জন্মগত গঠনের পর মেয়েরা বক্ষের সৌন্দর্য বাড়াতে পারেন সামান্য পরিচর্চার মাধ্যমে। মেয়েরা এখন আধুনিক যুগে পোশাক পরা নিয়ে আর পিছপা হয় না। পিঠ খোলা, বুককাটা, হাতকাটা নানান পোশাক পরতে ভালোবাসে মেয়েরা। অনেক সময় এইসব পোশাক পরে অনেককে ভালো লাগে আবার অনেককে মানায় না।
হিজাব : পরিচয় ও বৈশিষ্ট্য
হিজাবের
পরিচয়
ইসলামী শরীয়তের
পরিভাষায়, অশ্লীলতা
ও ব্যভিচার
নিরসনের লক্ষ্যে
নারী-পুরুষ
উভয়েরই তাদের
নিজ নিজ
রূপ-লাবণ্য
ও সৌন্দর্যকে
একে অপর
থেকে আড়ালে
রাখার জন্য
ইসলামে যে
বিশেষ ব্যবস্থা
অবলম্বন করার
নির্দেশ দেয়া
হয়েছে, তাকে
হিজাব বা
পর্দা বলা
হয়। (আল
মু‘জামুল ওয়াসীত
১/১৫৬)
সুতরাং এমন
হিজাব ব্যবহার
করতে হবে,
যা এই
উদ্দেশ্য পূরণ
করে।
Subscribe to:
Posts (Atom)