অফিসিয়াল মিটিংয়ের আগে সেক্স কেন জরুরি?

সেক্স শুধু শরীর মনকে তৃপ্তি দেয় না। বরং শরীরকে রাখে সুস্থ সবল এবং তরতাজা। কাজের চাপে এখন প্রায় সকলেরই ভবঘুরে হওয়ার জোগাড়৷ কারণ এখন আমরা সবাই কম-বেশি কেরিয়ার সচেতন৷ তাই অফিসে প্রেজেন্টেশন বা গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগে টেনশন কয়েকগুণ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক৷ আর এমতাবস্থায় অ্যান্টি অ্যাংজাইটি ওষুধের থেকে বেশি কার্যকরী আগের রাতে সঙ্গিনীর সাথে সেক্স৷

১) পরীক্ষায় প্রমাণিত হয়েছে, অফিসে কোনও গুরুত্বপূর্ণ কাজের

আগের দিন যৌনমিলন আপনার ব্লাড প্রেশার লেভেল কমিয়ে আপনাকে রাখবে টেনশন ফ্রি৷ আপনার মস্তিষ্কের নার্ভ থাকে শান্ত৷ ফলে অকারণ দুশ্চিন্তা আপনার কাছে ঘেঁষতে পারে না৷

২) একবারের সফল সেক্স প্রায় ১০০০-১২০০ ক্যালোরি খরচ হয়৷ আর আপনি ক্লান্তও থাকেন৷ ফলে গাঢ় ঘুম হয়ে পরদিন সকালে উঠেই নিজেকে দেখবেন অনেক ফ্রেশ লাগছে৷

৩) রাতে যদি সহবাস না-ও হয়, তবে মিটিংয়ের আগের দিন সকালেও করতে পারেন৷ কারণ সকালে শুধু যে আপনার টেস্টোস্টেরন হরমোন ও এনার্জি লেভেল হাই থাকে (এ দুটোরই সহবাসে প্রয়োজন) তাই-ই নয়৷ বরং অক্সিটোসিন ও এন্ডেরফিন হরমোনের ঠিকঠাক নিঃসরণ আপনাদের দুজনেরই মুড রাখে ফুরফুরে৷ ফলে কাজেও আসে গতি৷

৪) এমনকী গবেষণায় এমনটাও দেখা গিয়েছে, কোনও গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগের রাতে সহবাস করলে, পরের দিন বক্তারা অনেক আত্মবিশ্বাসের সঙ্গে মিটিংয়ে কথা বলতে পারেন এবং অন্যকেও অচিরেই নিজের যুক্তি দিয়ে প্রভাবিত করতে পারেন৷

৫) সারাদিন কাজের চিন্তা আর রাতেও শুয়ে শুয়ে কাজের চিন্তায় মগ্ন থাকলে দেখা যায়, প্রেজেন্টেশনের সময় সব কিছু মাথার মধ্যে কেমন তালগোল পাকিয়ে গিয়েছে৷ তা বলে শুধুই সেক্স করলে এর সমাধান হবে এমনটা নয়৷ কিন্তু মনটা অন্যদিকে ঘোরানোর বিকল্প হিসেবে অনেক চিকিৎসকই এখন সহবাসের পরামর্শ দেন৷


৬) দৈহিক মিলনের ফলে আপনার ছটফটে ভাব কেটে গিয়ে বাড়বে মনঃসংযোগও৷ 

 

 

 সেক্স পাওয়ার বৃ‌দ্ধিকারী খাদ্য সমাহার

 স্বামীর আ‌গে স্ত্রীর বীর্যপাত ঘটা‌বেন যেভা‌বে

 নারীর যৌন উ‌ত্তেজনা বৃ‌দ্ধির উপায়

 

 

 

সুস্থ থাকার সেরা উপায় সেক্সে থাকুন, ভাল থাকুন, মানুষ কেন যৌনমিলন করে, সম্প‌র্কিত JounoSeba : কি খেলে সেক্স‌ বাড়ে, যৌন শ‌ক্তি, সেক্স বাড়া‌নোর খাবার, Sex, শ‌ক্তি, লম্বা সেক্স, যৌনতা, sex food, সেক্স বৃ‌দ্ধির উপায়, যৌন সমস্যা সমাধান, কি খে‌লে sex, খাবার, sex orgasm, যৌন খাদ্য, কোন খাবা‌রে সেক্স

No comments:

Post a Comment