১) পরীক্ষায় প্রমাণিত হয়েছে, অফিসে কোনও গুরুত্বপূর্ণ কাজের
নর-নারীর যৌনতা বিষয়ক পরিপূর্ণ ও তথ্যবহুল ব্লগ; ধর্মীয় ও বিজ্ঞান সম্মতভাবে- যৌনতার নানান দিক, যৌন সমস্যার সমাধান, সফলতার একগুচ্ছ কার্যকর টিপস... JounoSeba
অফিসিয়াল মিটিংয়ের আগে সেক্স কেন জরুরি?
সেক্স শুধু শরীর মনকে তৃপ্তি দেয় না। বরং শরীরকে রাখে সুস্থ সবল এবং তরতাজা। কাজের চাপে এখন প্রায় সকলেরই ভবঘুরে হওয়ার জোগাড়৷ কারণ এখন আমরা সবাই কম-বেশি কেরিয়ার সচেতন৷ তাই অফিসে প্রেজেন্টেশন বা গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগে টেনশন কয়েকগুণ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক৷ আর এমতাবস্থায় অ্যান্টি অ্যাংজাইটি ওষুধের থেকে বেশি কার্যকরী আগের রাতে সঙ্গিনীর সাথে সেক্স৷
ভায়াগ্রা না হার্বাল? যৌনশক্তির জন্য প্রকৃত বাজিকারক কোনটি?
বিছানায় প্রয়োজন কামশক্তির। কিন্তু বিভিন্ন কারণে সমস্যা হয়। ভায়াগ্রার মতোই বহু কাম উদ্দীপক রয়েছে আয়ুর্বেদ ও হোমিও জগতে। শিথিল যৌন জীবনে মজা আনতে কোনটি নিরাপদ, কার সাইড এফেক্ট বেশি? তা জানা প্রয়োজন।
৪০ কিংবা ৬০ যে কোন বয়সে সেক্সের সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে। আর যৌনতা জনিত সমস্যা সমাধানের জন্য এখন অনেকেই বিভিন্ন চিকিৎসার সাহায্য নিচ্ছেন। তবে প্রশ্ন থেকেই যায়! কার্যকরী কি না অথবা কার্যকর হলে কোনটি ভালো। “ভায়াগ্রা নেওয়া ভালো? না কি হার্বালের উপরে ভরসা করা উচিত?” এক বন্ধু আরেক বন্ধুকে প্রশ্ন ছুড়েছিলেন, বন্ধুটির উত্তর, “ভাল-মন্দ সবেরই আছে। আমার হোমিও সুট করে।”
লিঙ্গ মোটা ও শক্ত করার সহজ উপায়
যৌন সমস্যার মধ্যে লিঙ্গোত্থান জনিত সমস্যা বা Erectile Dysfunction অন্যতম। বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার কারণে লিঙ্গোত্থান জনিত সমস্যা হয়ে থাকে। লিঙ্গ জনিত সমস্যার সমাধান সহজ ভাবেই করা সম্ভব। এর প্রধান কারণসমূহ শারীরিক, মানসিক ও জীবন যাত্রার মানের উপর নির্ভরশীল। তাই একটু সচেতনতা আর প্রাথমিক পর্যায়ের যত্নই এই সমস্যা থেকে দূরে রাখে।
যৌনক্রিয়ায় অংশগ্রহণ করে বা যৌন ইচ্ছা থাকা স্বত্বেও পুরুষাঙ্গ যদি উত্তেজিত বা খাঁড়া না হয়ে স্বাভাবিক আকারেই থাকে, তবে সেটাকে লিঙ্গের উত্থান জনিত সমস্যা হিসেবে ধরা হয়। পুরুষের Erectile Dysfunction (ED) বা লিঙ্গের
Subscribe to:
Posts (Atom)