কালোজিরাকেফার্সীতে শোনিজ, আরবীতে হাব্বাতুস সাওদা এবং ইংরেজীতে ব্লাক
কিউমিন (Black-Cumin) বলা
হয়। যার চারাগাছগুলি দেখতে অনেকটা ছোঁপ (গুয়ামুরী) -এরচারাগাছ সদৃশ। ডাল-পালা চিকন চিকন, ফলগুলি লম্বাটে কালো এবং শ্বাষ সাদাবর্ণ হয়। কালোজিরা সম্পর্কে নবী কারীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরবানী অবিস্মরণীয়ঃ “হযরত আবূ সালামাহ (রাযিঃ) হযরত আবূ হুরাইরা
(রাযিঃ)থেকে
বর্ণনা করেনঃ “তোমরাএই কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র ‘সাম’ ব্যতীত সর্বরোগের শেফা (আরোগ্য) রয়েছে। হাদীসে উলেখিত ‘সাম’ এর আর্থ মৃত্যু” -বুখারী ও মুসলিম
. বিস্ময়াভিভুতইউনানী মতের অভিজ্ঞ চিকিতসকগণ নবীয়ে উম্মী
সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের পবিত্র বাণীর সত্যতার স্বাক্ষ্য এভাবে দিয়েছেন যে, “কালোজিরা ঠান্ডা জাতীয় ব্যাধি-সর্দি, কফ, কাশি ইত্যাদির
বিস-মিল্লাহির রহমানিররহীম হস্তমৈথুন: অপকার না উপকার
পোস্টটির প্রথম অংশে পুরুষদেরসম্পর্কে এবং শেষঅংশে
নারীদের সম্পর্কেআলোচনা করা হয়েছে।
হস্তমৈথুন (Masturbation)বা স্বমেহনবর্তমানে একটি বড় সমস্যা।ইসলামের দৃষ্টিতেএটা হারাম এবং কবীরা গুনাহ।শরীয়তঅনুযায়ী যারা হস্তমৈথুনকরে তারা সীমালংগনকারী।
হস্তমৈথুনের কারণে দুই ধরনেরসমস্যা হয়---
(১) মানসিকসমস্যা।
(২) শারীরিক সমস্যা।
পুরুষ হস্তমৈথুন করলে
প্রধানযে্সব সমস্যায়ভুগতে পারে তারমধ্যে