সেদ্ধ করে খান এই গাছের মূল, বিছানায় উঠবে ঝড়

জিনসেং-কে বলা হয় Wonder Herbs বা আশ্চর্য লতা। জিনসেং (Ginseng) একটি উদ্ভিদ প্রজাতি। এটি মাংসল মূলবিশিষ্ট এক ধরনের বহুবর্ষজীবী উদ্ভিদ। এটি উত্তর গোলার্ধে পূর্ব এশিয়াতে, বিশেষ করে চীন, কোরিয়া ও পূর্ব সাইবেরিয়াতে, ঠান্ডা পরিবেশে জন্মে। শক্তিবর্ধক টনিক হিসেবে বিভিন্ন দেশে জিনসেংয়ের প্রচলন আছে।

বর্তমানে জিনসেং সারা বিশ্বের কাছে একটি আলোচিত ঔষধি উদ্ভিদ।


প্রতিদিন ঘুমনোর আগে যৌনক্রমতা বাড়ানো জন্য যৌনশক্তি বর্ধক ওষুধ না খাওয়ারই পরামর্শ দেন চিকিৎসকরা। এতে আখেরে সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে ধীরে ধীরে ৷ বরং গবেষণায় দেখা গিয়েছে পুরুষের পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমেই যৌন শক্তি পেয়ে থাকে। এক্ষেত্রে গরুর খাঁটি দুধ ও ডিমের ভূমিকা অসাধারণ। যৌন শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইউনানী ঔষধ গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।