গর্ভাবস্থায় সেক্স করা উচিত কি না?

Pregnancy প্রেগনেন্সি টেস্ট পজেটিভ হওয়ামাত্র খুশির জোয়ার বয়ে যায় বাড়িতে। মা হওয়ার সংগ্রাম শুরু হয় একজন নারীর। গর্ভে ধারণ করা, সন্তান জন্ম দেওয়া এবং তাকে লালনপালন করা যে কত কঠিন তা একমাত্র মা জননীই জানেন। তাই দীর্ঘ য়েক মাস খাবার, চলাফেরা, পোশাক, মানসিক এবং যৌনজীবনের প্রতি বিশেষ যত্নবান হওয়া অতীব জরুরি। আরও বেশি জরুরি চেতনতা। আর বেশিরভাগ গর্ভবতী নারীর মনে প্রশ্ন থাকেঅন্তঃসত্বা অবস্থায় কি সেক্স করা যায়?” বা "প্রসবের কতদিন পর সেক্স করা যাবে?"

গর্ভাবস্থায় সেক্স করা উচিৎ নাকি উচিৎ নয়? এই প্রশ্ন নিয়ে অনেকই অনেক রকম কনফিউশনের মধ্যে থাকেন। প্রেগনেন্সির প্রথম ট্রাইমেস্টারে সেক্স না করাই ভাল। এই সময় যেহেতু ফেটাল অরগ্যান্সের ডেভলপমেন্ট হয় তাই জোরে ধাক্কা অ্যাভয়েড করা উচিৎ। এর থেকে মিসক্যারেজও হতে পারে। প্রথম ট্রাইমেস্টারের মতই প্রেগনেন্সির শেষ মাসেও সেক্স না করাই ভাল। আনপ্রোটকেটড সেক্সের থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এই সময়।
প্রি ম্যাচিওর লেবারের রিস্ক বেড়ে যায়। প্রেগনেন্সির সময় মিলিত হলেও বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ, আম্লিওটিক ফ্লুয়িডের মধ্যে বাচ্চা থাকে। কিন্তু, জোর ধাক্কা বা বেশি নড়া-চড়া হলে মায়ের সমস্যা হতে পারে। এই সময় মহিলারা লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন। কারণ, ভ্যাজাইনাল ড্রাইনেস এইসময় বেড়ে যায়। আবার অনেকের হরমোনের চেঞ্জের জন্য ইচিংও হতে পারে। প্রেগন্যান্সির প্রথম শেষ সময়টুকু বাদ দিয়ে, মাঝের মাসগুলিতে সাবধানতা অবলম্বন করে যদি সহবাস করা যায়, তাতে কোন অসুবিধা হয় না। কিন্তু, পেটে যেন চাপ না পরে। আর সেক্স করার সময় সামান্যতম অসুবিধা হলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করুন৷

প্রসবের কতদিন পর সেক্স করা উচিত?


সন্তান জন্মদানের পরবর্তী ছয় সপ্তাহকে বলা হয়প্রসব পরবর্তী সময়কাল সময় পর্যন্তসেক্স বা সহবাস করা কোন ক্রমেই উচিত নয়। প্রসবের পূর্ব পর্যন্ত সাবধানতা অবলম্বন রে সেক্স করা গেলেও, প্রসবের পর কমপক্ষে চল্লিশ (৪০) দিন সেক্স করা থেকে অবশ্যই বিরত থাকতে বে। অবশ্য বিভিন্ন প্রতিকূলতার কারনে এই সময়ে মায়েদের যৌন আকাঙ্ক্ষাও কম থাকে।

ব্যাথা, কাটাছেঁড়া ক্ষত সম্পূর্ণ ভালো হয়ে গেলে এবং আপনার যৌনাঙ্গের স্পর্শকাতর টিস্যুগুলি সম্পূর্ণ ঠিক হয়ে গেলে সেক্স করাটা নিরাপদ ঠিক হতে সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে। তার সাথে সমান গুরুত্বপূর্ণ হলো, আবেগের দিক থেকে প্রস্তুত থাকা, শারীরিকভাবে আরামদায়ক এবং রিল্যাক্সড থাকা।

আপনার এবং আপনার স্বামী উভয়ের জন্যই সময়ে ধৈর্য্য ধরা উচিৎ। দেখা যায় প্রথম সন্তান জন্মদানের ক্ষেত্রে আগের মত সম্পূর্ণ আনন্দময় মিলনের মত অবস্থায় ফিরে আসতে একটু বেশি সময় দরকার হয়। এই সময়কাল গর্ভকালীন অবস্থা প্রসব পরবর্তী সময় সব মিলিয়ে এক বছরের মত হতে পারে।

গর্ভাবস্থায় সেক্স কি নিরাপদ?


অনেকের মনেই প্রশ্ন থাকে অন্তঃসত্বা স্ত্রীর সাথে সেক্স বা যৌন মিলন করলে অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে কি না। বিশেষ করে নারীদের মনেই বেশি সন্দেহ জাগে যে গর্ভবতী অবস্থায় মিলন করা যায় কিনা। উত্তর প্রায় বেশিরভাগ নারীর জন্যহ্যাঁ অর্থাৎ যদি আপনার গর্ভকালীন সময় সুস্থ্য স্বাভাবিক থাকে তাহলে আপনি সন্তান গর্ভে থাকা অবস্থায়, আপনার পানি ভাঙ্গা পর্যন্ত বা প্রসব বেদনা শুরু হওয়া পর্যন্ত সহবাস করতে পারেন। তবে ক্ষেত্রে কিছু নিয়ম কানুন অনুসরণ করলে কোনো প্রকার বিপত্তির সম্ভাবনা থাকে না।

গর্ভাবস্থায় সেক্স কি বাচ্চার কোন ক্ষতি করে?


সেক্সের সময়ের স্বাভাবিক নড়াচড়া গর্ভের শিশুর কোনো ক্ষতি করে না। গর্ভের শিশু তলপেট এবং জরায়ুর শক্ত পেশী দিয়ে সুরক্ষিত থাকে। আর শিশু অ্যামিনিওটিক স্যাকের মধ্যে অবস্থান করে যা তাকে সুরক্ষিত রাখে। এছারাও জরায়ুর মুখ মিউকাস প্লাগ দ্বারা সীল করা থাকে যা শিশুকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। যৌন মিলনের সময় পুরুষের যৌনাঙ্গ নারীর যোনী পর্যন্তই প্রবেশ করে। তা গর্ভের শিশু পর্যন্ত পৌঁছাতে পারেনা। তাই গর্ভের শিশুর ক্ষতির আশঙ্কা থাকেনা।
সে‌ক্সের পরঅর্গাজম হলে বাচ্চার নড়াচড়া বৃদ্ধি পেতে পারে। এটা হয় অর্গাজমের পর আপনার হার্টবিট বেড়ে যাওয়ার কারণে, সহবাসের ফলে বাচ্চার কোন অসুবিধার কারণে নয়।
অর্গাজমের কারণে জরায়ুর পেশীতে মৃদু সংকোচন (কন্ট্রাকশন) হতে পারে। তবে তা ক্ষণস্থায়ী এবং ক্ষতিকর নয়। যদি গর্ভধারণের সবকিছু স্বাভাবিক থাকে তবে অর্গাজমের কারণে হওয়া সংকোচনের ফলে গর্ভপাত বা প্রসব বেদনা শুর হয়না।

গর্ভাবস্থায় সেক্স করা কখন নিরাপদ নয়?


গর্ভাবস্থায় সেক্স করা জন্য নিরাপদ নাও হতে পারে যদি গর্ভধারণে কোন ধরনের জটিলতা থাকে বা আগের গর্ভধারণে কোন জটিলতার শিকার হয়ে থাকে। যদি ধরনের কোন ইতিহাস থাকে তবে অবশ্যই ডাক্তারকে তা জানান এবং তাঁর পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন। সাধারণত যেসব উপসর্গ থাকলে গর্ভাবস্থায় সহবাস থেকে বিরত থাকতে বলা হয় সেগুলো লোঃ

গর্ভে যদি একের অধিক সন্তান অর্থাৎ জমজ সন্তান থাকে তবে গর্ভাবস্থায় সহবাস থেকে বিরত থাকতে বলা হতে পারে।
যদি পূর্বে গর্ভপাত হয়ে থাকে বা এবার গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে গর্ভাবস্থায় যৌন মিলন করতে মানা করা হয়।
স্বামী বা স্ত্রীর কোন প্রকার যৌন-সংক্রামন ব্যাধি থাকলে গর্ভকালীন মিলন থেকে বিরত থাকতে হবে।
এছারাও যদি সেক্সের সময় অস্বাভাবিক কিছু নে হয়। যেমন- ব্যাথা বা যোনীপথে তরল নির্গত হওয়া, তবে তা অবশ্যই সেক্স থেকে বিরত থাকতে বে এবং বিষয়টি ডাক্তারকে অবগত রেন। ক্ষেত্রে লজ্জা পাওয়া উচিত নয়।

গর্ভাবস্থায় সেক্স সম্পর্কে ইসলাম কি বলে?


স্ত্রীর গর্ভজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত সুস্থ্য স্বাভাবিক অবস্থায় স্ত্রীর সাথে সেক্স করা যায়। এতে ইসলামী শরীয়তের কোন প্রকার বিধি-নিষেধ নাই। তবে নাজুক সময়ে স্ত্রীর শারীরিক অবস্থার প্রতিও লক্ষ্য রাখা স্বামীর একান্ত কর্তব্য। তাই সময়ে বেশী কষ্ট বা ক্ষতি হবার সম্ভাবনা থাকলে, সেক্স থেকে বিরত থাকতে হবে। এজন্য কিছুদিন ধৈর্য্য ধরতে হবে অথবা কষ্ট না হয় এমন হালকাভাবে সংক্ষিপ্ত সময়ের জন্য যৌন মিলন করবেন, যাতে উভয়েরই সমস্যা দূর হয়।
কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হবার পর অর্থাৎ প্রসব পরবর্তী ল্লিশ দিন যৌন মিলন করা থেকে বিরত থাকতে হবে। এই চল্লিশ দিন সেক্স করা সম্পূর্ণ নিষিদ্ধ।


#গর্ভকালীন জিজ্ঞাসা, #সহবাস, #গর্ভাবস্থায় সহবাস #প্রেগনেন্ট সেক্স, #Pregnant #sex, সহবাসের #নিয়ম

1 comment:

  1. How To Make Money In Slot Machines With No Fees
    Slot machines, 1xbet korean like a slot machine, come with no fees With a few of the most famous septcasino slot machines, you could หาเงินออนไลน์ use free money to

    ReplyDelete